মেয়েটিকে নিতে সেই ট্রেনটি আর আসবে না!
এতদিন শুধু মেয়েটির জন্য ট্রেনটি স্টেশনে থামতো। কিন্তু এখন আর প্রয়োজন হবে না। কারণ আগামী মার্চে তার গ্রাজুয়েশন শেষ হচ্ছে। এরপর থেকে জাপানের কামি শিরাটাকি রেল স্টেশনটিও বন্ধ হয়ে যাবে।
শুধুমাত্র একজন শিক্ষার্থীর জন্য জাপানে দীর্ঘদিন ধরে চালু রাখা হয়েছিল স্টেশনটি।শিক্ষার্থীর স্নাতক শেষ না হওয়া পর্যন্ত স্টেশনটিতে নিয়মিত ট্রেনটির সেবা অব্যাহত থাকার নির্দেশ ছিল।
বছর তিনেক আগে জাপানের প্রত্যন্ত অঞ্চলে একটি ট্রেন স্টেশন চালু করা হয়। কিন্তু দিনে দিনে রেল স্টেশনে যাত্রীদের সংখ্যা কমতে থাকে। যে কারণে কামি শিরাটাকি রেল স্টেশনটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। তবে দেশটিতে অন্য একটি বিরল নীতিও রয়েছে। ট্রেন ব্যবহার করে কোনো শিক্ষার্থী যদি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন আর তা যদি শুধুমাত্র একজনও হয় তাহলে ওই শিক্ষার্থীর পড়াশুনা শেষ না হওয়া পর্যন্ত ট্রেন সেবা অব্যাহত থাকবে।
আগামী মার্চে তার গ্রাজুয়েশন শেষ হচ্ছে মেয়েটির। তাই ওই স্টেশনটিও বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন
কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন