মোদির আগমন উপলক্ষে স্মৃতিসৌধের বর্ণিল রূপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে নতুন রূপ পেয়েছে জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে নতুন রূপ দেওয়া হয়েছে পুরো স্মৃতিসৌধকে। পুরো স্থাপনায় পড়েছে রং তুলির আচঁড়।
৬ জুন সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ইতিমধ্যে জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা ৬ জুন পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।
ওই দিন ঢাকায় পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন নরেন্দ্র মোদি। বেলা ১১টা ৩০ মিনিটে স্মৃতিসৌধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের কথা রয়েছে তার।
স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের প্রকৌশলী মিজানুর রহমান জানান, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের সুবিধার্থে দর্শনাথীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার জন্যের আগে থেকেই এই সিন্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী বাঙালির কৃতি সন্তানদের শ্রদ্ধা জানানোর পরপরই জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মতামত লিখবেন নরেন্দ্র মোদি।
এরপর স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি উদয় পদ্ম (চাপা ফুল, ইংরেজি নাম ম্যাগনোলিয়া) চারা রোপণ করবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন