মোদী কি তৃণমূলকে ভয় দেখাচ্ছেন? প্রশ্ন তুলে তদন্তের দাবি মমতার
কোনও দলকে সেভাবে পাশে না পেলেও প্রথম থেকে প্রতিবাদে অনড় তৃণমূলনেত্রী। এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নরেন্দ্র মোদী ভয় দেখিয়ে তৃণমূলের মুখ বন্ধ করতে পারবেন না।
এ বার নোট বাতিল নিয়ে সম্মুখসমরে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী। এ দিন জাপান সফরে গিয়ে কালো টাকার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জবাবে শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বিদেশ সফর নিয়েই প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে বলেছেন, ‘৩০ ডিসেম্বরের পরে নাকি দেখিয়ে দেবে, কী করবে? গুলি করবে? বিদেশে গিয়ে জ্ঞানের বাণী দিচ্ছেন প্রধানমন্ত্রী। আর কী করবে? এমনিতেই সবার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের নাম করেও মানুষকে বিভ্রান্ত করেছে। এটা কালোটাকার বিরুদ্ধে কোনও অভিযান নয়। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’ কংগ্রেস আমলের প্রশংসা করে তিনি বলেন, ‘চিদম্বরমের সময়ে যা হয়েছিল, তাতে কিন্তু লোকের কোনও অসুবিধা হয়নি। কিন্তু এটা তো ইচ্ছা করে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করে দেওয়া হল। সার্জিক্যাল অ্যানার্কি হচ্ছে এটা।’
শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি কিছু রাজনৈতিক দলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তারও জবাব দিয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘অর্থমন্ত্রী জ্ঞান দিচ্ছেন! সংযত হন। দেশের অর্থনীতিকে সংযত করতে পেরেছেন কি? লোকের কি কাজ নেই যে ৮-১০ ঘণ্টা ধরে লাইনে দাঁড়াবে?’
তিনি এ দিন আরও বলেন অতীতে তিন বার তৃণমূল কংগ্রেসকে আয়কর দফতর চিঠি দিয়েছে। তার জবাবও দিয়েছে দল। দলের নেতাদের সিবিআই দিয়ে মিথ্যা মামলায় বন্দি করে রাখার অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নোট বদল নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন। তিনি বলেন, ‘কত আর্থিক ক্ষতি হয়েছে তার তদন্ত হওয়া উচিত। ৫ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে কমিটি গড়া হোক।’ তাঁর প্রশ্ন, ‘কাউকে বিশেষ সুবিধা দিতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ল কেন?’ এ সবের উত্তর পেতেই তদন্ত চান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন