মোস্তাফিজকে কারো সঙ্গে মেলাতে নারাজ রুবেল

‘আসলে মোস্তাফিজের সঙ্গে কারো তুলনা চলে না। ও সবার চেয়ে আলাদা। এটা শুধু বাংলাদেশ নয়। গোটা বিশ্বই টের পেয়েছে।’ ফিটনেস অনুশীলন শেষে সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তাফিজকে নিয়ে এসব কথা বলেন সতীর্থ পেসার রুবেল হোসেন।
কাউন্টি খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। ফলে ছয় মাসের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। এমন দীর্ঘ সময়ে ‘ফিজে’র প্রয়োজনীয়তা অনুভব করছেন রুবেল। ‘মোস্তাফিজ ইনজুরিতে আছে। আমি তাঁর আরোগ্য কামনা করছি। সবার আশা ও দ্রুতই যেন ফিরে আসে। কারণ ও দলে থাকলে প্রতিপক্ষের উপর বাড়তি একটা চাপ তৈরি করা যায়। ’
এদিকে গত মঙ্গলবার এমআরআই রিপোর্টে বাম কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়ে মোস্তাফিজুর রহমানের। এর আগে ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করেন মোস্তাফিজ। ব্যথার কারণে ২৪ জুলাই রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্লস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটিও খেলতে পারেননি তিনি।
ইনজুরির কারণে আসছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফরে মাঠে দেখা যাবে না কাটার বয়কে। এ নিয়ে ২০১৬ সালে পাঁচবার ইনজুরিতে পড়লেন মোস্তাফিজ। গেল বছরের নভেম্বর থেকেই ইনজুরি প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিলেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে টি-২০ সিরিজের কিছু দিন মাঠের বাইরে ছিলেন তিনি। খেলা হয়নি এশিয়া কাপের ফাইনালও।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজের। অভিষেকের পর থেকেই দারুণ নৈপুণ্য ছড়িয়ে যাচ্ছেন ২০ বছর বয়সী এই পেসার। ওয়ানডেতে ভারতকে একাই গুড়িয়ে দেন তিনি। দশম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট দখল করে ইতিহাসের পাতায় নাম লেখান। পরের ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট। এরপর টেস্টেও স্মরণীয় অভিষেক। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে গড়েন আরেক নজির। মোস্তাফিজ সেই থেকে বাঘা-বাঘা সব ব্যাটসম্যানের কাছে এক আতংকের নাম।
তাছাড়া পাকিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেও ইনজুরির কারণে খেলতে পারেননি। আইপিএলেও তাঁকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সানরাইজ হায়দরাবাদ। গুরুত্বের প্রতিদান দিতে মোটেও ভুল করেননি ‘ফিজ’। বেশ দাপটের সঙ্গেই মাঠ মাতিয়ে ছিলেন তিনি। টুর্নামেন্টে ১৬ ম্যাচে ৬১ ওভার খেলে ১৭টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন