রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

যশোরে চীনা নাগরিকের ময়নাতদন্ত সম্পন্ন, হত্যা মামলা

যশোরে পিটিয়ে হত্যা করা চীনা নাগরিকের ময়নাতদন্ত শেষ হয়েছে। এ ছাড়া এই হত্যার ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলাও হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত (এসআই) উপপরিদর্শক আবদুর রহিম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নিহত চাং হিসংয়ের ব্যক্তিগত সহকারী নাজমুল হাসান পারভেজ ও তাঁর ভাতিজা মুক্তাদির রহমান রাজুকে আসামি করা হয়েছে। এঁরা দুজনই পুলিশের হাতে আটক রয়েছেন।

এর আগে দুপুরে যশোর মেডিকেল কলেজ মর্গে চাং হিসংয়ের লাশের ময়নাতদন্ত করা হয়। কলেজের একটি সূত্র জানিয়েছে, ময়নাতদন্ত করেন ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক হোসেন সাফায়েত ও যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের কার্ডিওলজিস্ট ডাক্তার মুশফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে যশোর উপশহর মহিলা কলেজের পাশে ২ নম্বর সেক্টরের ৩৪ নম্বর বাড়ি থেকে চা হিসংয়ের লাশ উদ্ধার করে পুলিশ।

চা হিসং চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে যশোর অঞ্চলে ব্যবসা করতেন।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, আটক নাজমুল ও মুক্তাদির রড দিয়ে পিটিয়ে চাং হিসংকে হত্যা করে। পরে ব্লেড দিয়ে কেটে লাশ বস্তায় ভরে টয়লেটে রেখে দেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলেও জানান তিনি।

এসপি আরো জানান, নিহতের স্ত্রী ঢাকায় থাকেন। তিনি রাতে কয়েক দফা ফোন দিয়ে স্বামীকে না পেয়ে নাজমুলকে ফোন দেন। তখন নাজমুল তাঁকে (চা হিসংয়ের স্ত্রী) বলেন, স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় চা হিসংয়ের স্ত্রী বিষয়টি থানাকে অবহিত করতে বললে নাজমুল গভীর রাতে যশোর কোতোয়ালি থানায় বিষয়টি জানান। পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ নাজমুল ও তাঁর ভাতিজা মুক্তাদিরকে আটক করে। তাঁদের দুজনের বাড়ি নেত্রকোনার চকপাড়া এলাকায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আবদুল মতিন জানান, স্বামীর খোঁজ না পেয়ে সকালের ফ্লাইটে চা হিসংয়ের স্ত্রী টেমু লাই এন যশোর আসেন। পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে আটক নাজমুল ও তাঁর ভাতিজা মুক্তাদিরকে সাংবাদিকদের সামনে আনা হলে টেমু লাই উত্তেজিত হয়ে সবার সামনেই নাজমুলকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন।

২০১৪ সাল থেকে চীনা নাগরিক চাং হিসং বাংলাদেশে ব্যবসা করতেন। তিনি সর্বশেষ বাংলাদেশে এসেছেন গত ২৭ নভেম্বর।

এই সংক্রান্ত আরো সংবাদ

বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার

যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকেবিস্তারিত পড়ুন

শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট

বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামেবিস্তারিত পড়ুন

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে অভিযান

জঙ্গি আস্তানা সন্দেহে যশোর পৌর এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরেবিস্তারিত পড়ুন

  • শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
  • যশোরে ৬ শিক্ষার্থীকে নগ্ন করলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক!
  • যশোরে হাসপাতাল থেকে নবজাতক চুরি
  • ‘সন্ধ্যায় পালানো আসামি মধ্যরাতে বন্দুকযুদ্ধে নিহত’
  • যশোরে বজ্রপাতে ভাইবোন নিহত! আহত মা
  • যশোরে অসুস্থ্য হয়ে ১০ ছাত্রী হাসপাতালে, অভিযোগ প্রতিষ্ঠানের বিরুদ্ধে
  • বিয়ের নামে তরুণীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন
  • মায়ের প্রেমিককে কুপিয়ে হত্যা করলো ছেলে
  • যশোরে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার
  • যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৬ আহত ৩৫
  • যশোরে গুলিতে যুবক নিহত
  • যশোরে নারী হোটেল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা