যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা চালু বাদ পড়লো বাংলাদেশ
মার্কিন বাজারে নতুন করে জিএসপি সুবিধা চালু হলেও বাংলাদেশকে এ সুবিধা না দেয়ার বিষয়টিকে নেতিবাচক ভাবেই দেখছেন দেশের কূটনীতিকরা। তবে জিএসপি না পাওয়ায় টাকার অংকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে খুব বেশি প্রভাব না পড়লেও অর্থনীতিবিদদের মতে, বিশেষ কিছু ক্ষুদ্র শিল্প বিপাকে পড়বে। আর প্রতিযোগী দেশগুলোর জিএসপি সুবিধা পুনর্বহাল হওয়ায় ব্যবসায়ীরা মনে করছেন বিপাকে পড়বে প্লাস্টিক ও পাটজাত পণ্যের বাজার।
গত বছরের সেপ্টেম্বরে সব দেশের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ বাণিজ্য সুবিধা-জিএসপি স্থগিতের পর চলতি বছরের ২৯ জুলাই থেকে তা আবারো চালু করে। তবে ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ ১শ’ ২২টি দেশ সুবিধাটি ফিরে পেলেও, জিএসপি তালিকায় স্থান পায়নি বাংলাদেশ ও রাশিয়া। এমন অবস্থায় কূটনীতিকরা বলছেন, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে জিএসপি বাংলাদেশের অধিকার।
সাবেক কূটনীতিক আশফাকুর রহমান বলেন, ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা না দেয়াটা উচিত হয়ন গত অর্থবছরে বাংলাদেশ মার্কিন বাজারে রপ্তানি করেছে প্রায় সাড়ে ৫ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। এক্ষেত্রে জিএসপি সুবিধা বহির্ভূত তৈরি পোশাক খাতের অবদান সবচেয়ে বেশি। আর জিএসপি না পাওয়ায় বিপাকে পড়েছে প্লাস্টিক, চামড়া, পাটজাত পণ্য, হিমায়িত খাদ্যপণ্যের মত রপ্তানিখাত।
বাংলাদেশ জুট গুডস এসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান এস আহমেদ মজুমদার জানান, ‘প্রতিযোগিতাপূর্ণ বাজারে সবাই চাচ্ছে জিএসপি সুবিধা পেতে। এতে করে পাটের পণ্য নিয়ে যারা ব্যবসা করছেন সবার মাঝেই জিএসপি সুবিধা পাওয়ার আকাঙ্ক্ষা।’
অর্থনীতিবিদদের মতে, জিএসপি সুবিধা না পাওয়ায় আর্থিক ক্ষতির চেয়ে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ হবে বড় চ্যালেঞ্জ ।আর তাই জিএসপি ফিরে পেতে সরকারের প্রতি জোরালো কূটনৈতিক যোগাযোগের পরামর্শ তাদের।
অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘রানা প্লাজা ধসের ঘটনায় জিএসপি সুবিধা বাতিল করেছিল যুক্তরাষ্ট্র। এরপর জিএসপি পুনরুদ্ধারের জন্য ১৬টি পূর্বশর্ত দেয়া হয়েছিল। কিন্তু জিএসপি সুবিধা ফিরে পেতে এসব পূর্বশর্ত পূরণে সরকারকে কাজ করতে হবে।’
শ্রম অধিকারের পক্ষে নিজেদের শুধু জাহির না করে জিএসপি ফিরিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশের প্রাপ্য নিশ্চিত করা, এমন অভিমত ব্যবসায়ী এবং পর্যবেক্ষকদের।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা, জানালেন আখতার
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে বলেবিস্তারিত পড়ুন
সাইবার বুলিংয়ের অভিযোগে সারজিস আলমের মামলা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগে দুটিবিস্তারিত পড়ুন
হাসনাত: গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে, সেই খবর আমাদের কাছে আছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গ্রেপ্তারের পর কেবিস্তারিত পড়ুন