যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ
যশোর জেলার বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবক মনিরুল ইসলামের (২৩) লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বুধবার রাত ১১টার দিকে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফের সদস্যরা নদীপথে লাশ ফেরত দেয়। গত মঙ্গলবার বিএসএফের গুলিতে নিহত হন মনিরুল।
ঘটনার পর বিজিবির সদস্যরা গুলি করে হত্যার প্রতিবাদ জানান এবং মনিরুলের মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেন। ঘটনার দিনই লাশ ফেরত দেওয়ার কথা থাকলেও বিএসএফ তা দেয়নি।
২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই মনিরুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, গত মঙ্গলবার মনিরুলসহ তাঁর কয়েকজন বন্ধু পুটখালী সীমান্ত দিয়ে গুড় নিয়ে দেশে ফেরার পথে আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। তাঁর সঙ্গীরা পালিয়ে দেশে চলে আসেন। ঘটনার পর ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিজিবি আরো জানায়, বিএসএফ নিহতের ছবি বিজিবির কাছে পাঠায়। পরে তা দেখে মনিরুলের পরিবার তাঁর লাশ শনাক্ত করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সারজিস আলম: দেশের সিস্টেমগুলোতে ক্যান্সার ধরেছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “দেশের সিস্টেমগুলোতে ক্যান্সারবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক, শর্ত চার
চার শর্তে বাংলাদেশকে এক বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারবিস্তারিত পড়ুন