বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যুব বিশ্বকাপের বাংলাদেশের তিন স্পিনার

দরজায় কড়া নাড়ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০০৪ সালের পর আবারো ঢাকায় বসছে যুব বিশ্বকাপের ১১তম আসর। ১৬ দলের ৪৮টি ম্যাচ হবে বাংলাদেশের সাতটি ভেন্যুতে।

স্বাগতিক দল হিসেবে বাংলাদেশের শিরোপা জয়টা সবাই প্রত্যাশা করছে। ১৬ কোটি মানুষের প্রাণের দাবি শিরোপা। সেই পথেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গত দেড় বছর ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। দেশে ও দেশের বাইরে একাধিক সিরিজ জিতেছে দলটি। দলটির অধিনায়কের দায়িত্বে আছেন মেহেদি হাসান মিরাজ। তার অধিনায়কত্বে এবার শিরোপা যুদ্ধে নামবে বাংলাদেশ। বিশ্বকাপে মাঠে নামার পূর্বে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে পরিচিতি পর্ব শুরু করছে রাইজিংবিডির ক্রীড়া বিভাগ। আজ থাকছে যুবদলের স্পিনারদের পরিচিত পর্ব।

আরিফুল ইসলাম জনি : ক্রিকেটারই হতে হবে এমন স্বপ্ন বুকে নিয়ে বড় হননি আরিফুল ইসলাম জনি। শখের বসেই ক্রিকেট খেলতেন। বন্ধু-বান্ধবদের মাতামাতিতে ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনতে শুরু করেন জনি। স্কুল ক্রিকেটে খেলার আমন্ত্রণ পেয়ে প্রথমেই বল হাতে নেন ৪ উইকেট। সেই শুরু এরপর অদম্য জনি। ২০১০ সালে অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দিয়ে জনির বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরু হয়। গত বছর বিকেএসপিতে থাকাকালীন হঠাৎ জনির কাছে অনূর্ধ্ব-১৯ দলে খেলার আমন্ত্রণ আসে। বড় মঞ্চে খেলার সুযোগ পেয়ে জনি বাজিমাত করেন। জিম্বাবুয়ে ও ভারত সিরিজে ভালো করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন জনি। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে একটি করে উইকেট নিয়েছেন বাঁহাতি এ স্পিনার। জামালপুরের এ সন্তান বিশ্বমঞ্চে নিজেকে চেনাতে চান। নিজের প্রতিভা দেখাতে চান। নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে না এগুলেও টুর্নামেন্টে বাংলাদেশের যোদ্ধা হিসেবে মাঠ মাতাতে চান।

সঞ্জিত সাহা : অনূর্ধ্ব-১৯ দলের পরীক্ষিত এ ক্রিকেটারের নাম সঞ্জিত সাহা। তার বোলিংয়ে সুনাম এড়িয়ে মধ্যে ক্রিকেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। নিজের বাঁহাতি স্পিনে নজর কেড়েছেন ঠিকই কিন্তু প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নিয়ে পৃথিবীর আলো কাড়তে চান সঞ্জিত। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮টি ম্যাচ খেলে ২৬ উইকেট নিয়েছেন সঞ্জিত। কিছুদিন আগে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ও ৫ উইকেট নিয়েছেন। শুধু পড়াশোনা নয় পড়াশোনাতেও শীর্ষে সঞ্জিত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে ভর্তি হয়েছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে। কিন্তু ক্রিকেট খেলার কারণে সেখানে পড়া সম্ভব হয়নি। এখন পড়ছেন এআইইউবিতে। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ ও ১৮ হয়ে সঞ্জিত এখন ১৯ দলের নিয়মিত ক্রিকেটার। বিশ্বকাপে প্রথমবারের মত সুযোগ পাওয়াটাকে বেশ বড় করে দেখছেন সঞ্জিত। এবার চাইছেন এ সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতের মঞ্চ তৈরি করতে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন সঞ্জিত সাহা (১০-১৯-৬)। বিশ্বমঞ্চে এরকম পারফরম্যান্সের প্রত্যাশায় ১৮ বছর বয়সি এ ক্রিকেটার।

শাওন গাজী : চেহারা থেকে এখনো কৈশোরের ভাব যায়নি শাওন গাজীর। ছিপছিপে দেহ। মাত্র ১৮ বছর বয়স। কিন্তু বয়সের থেকে বেশি পরিপক্ব শাওন গাজী! ব্যাটসম্যানকে কোথায় বল খেলালে উইকেট পাওয়া যাবে সেটা খুব ভালোই বোঝেন বরিশালের এ স্পিনার। বিশ্বকাপ স্কোয়াডে এ সদস্য দলের সঙ্গে বেশ ভালোই প্রস্তুতি নিয়েছেন। বিশ্বমঞ্চে মাঠে নামার আগে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখে শাওন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নেটে অনুশীলনের সময় বল এসে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন শাওন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় রক্ষা। ২৪ ঘণ্টা নিবীড় তত্ত্বাবধানে থাকার পর জানা যায় দ্রুতই মাঠে ফিরতে পারবেন তিনি। মাঠে ফিরেছেন দ্রুত। আবারো প্রস্তুতি শুরু করে নিজেকে ফিট করেছেন। মানসিকভাবেও প্রস্তুত হয়েছেন। এবার শুধু প্রমাণের পালা তার। দলের প্রতিটি জায়গায় কন্ট্রিবিউশন রাখার ইচ্ছে তার।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি