বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যেমন চলছে শাকিব-অপুর সংসার

শাকিব-অপু ভালো আছেন। শাকিব দেশে আর অপু বিদেশে থাকলেও তাদের সংসার ভালোই চলছে। শীর্ষ নায়ক দেশে শুটিং নিয়ে ব্যস্ত আছেন।আর কলকাতায় পূজা-অর্চনা করছেন অপুবিশ্বাস। এমনটাই জানা গেছে আলোচিত এই দুই তারকার ঘনিষ্ঠজনদের কাছ থেকে।

সূত্রমতে, ২০০৮ সালে গোপন বিয়ের পিঁড়িতে বসেন শাকিব-অপু। এরপর দীর্ঘসময় ধরে চলছে লোকচক্ষু থেকে আড়াল করা তাদের সংসার। গুলশানেই দুজনের বাসা। প্রায় সময় যার যার বাসায় থাকতে হলেও দুজনই ছিলেন দুজনার বেশ কাছাকাছি।

বিয়ের বয়স ৮ বছর পেরুলেও কখনো তারা তা স্বীকার করেননি। তাদের ঘনিষ্ঠরা বলছেন, ‘ফিল্ম ক্যারিয়ারের যদি কোনো ক্ষতি হয়’ এমন আশঙ্কা থেকেই দীর্ঘ সময় নীরব আছেন তারা। চলচ্চিত্রকাররা বলছেন, প্রেম বিয়ে কোনো অপরাধ নয়। আর একসঙ্গে কাজ করতে গিয়ে সম্পর্ক গড়ে ওঠাও স্বাভাবিক। শুধু ঢাকাই ছবিতে নয়, হলিউড-বলিউডেও অনেক তারকা বিয়ে করে জনপ্রিয়তা ধরে রেখেছেন। আসলে অভিনয় জানাটাই মুখ্য। এটিই টিকে থাকার মূলমন্ত্র। তাই প্রেম, বিয়ে নিয়ে শাকিব-অপুর ভয় পাওয়াটা একেবারেই অমূলক।–বিডি প্রতিদিন।

এদিকে শাকিব-অপুর বিয়ের বিষয়টি সম্প্রতি মিডিয়ায় প্রকাশ হওয়ার পর অপু অনুরোধ জানিয়ে বলেছেন আমরা ভালো আছি। এমন কিছু লিখবেন না যাতে ঘরে প্রবেশ করার আগেই সেই ঘর পুড়ে যায়। আমরা সুখে-শান্তিতে দাম্পত্য জীবন কাটাতে চাই। অনেক দিন একটানা কাজ করতে গিয়ে এখন কিছুটা ক্লান্ত আমি। তাই বিদেশে এসেছি হাওয়া বদলের জন্য। সঙ্গে বোন রয়েছে। পূজা-অর্চনা করছি। ঘুরে বেড়াচ্ছি। সামনে দুর্গা পূজা। মাকে বরণের প্রস্তুতি নিচ্ছি। বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছে আমার। বছরের শেষদিকে দেশে ফিরব। আবার ক্যামেরার সামনে দাঁড়াব। আগের মতো চিরচেনা ব্যস্ততায় ফিরব।

অন্যদিকে অপু প্রসঙ্গে শাকিব খান মিডিয়ার কাছে বলেছেন, অপু তার পরিবারের সঙ্গে ভালো আছেন। শিগগিরই আটঘাট বেঁধে ফিরবেন তিনি। সবাইকে রীতিমতো চমকে দেবেন।

দুজনের কথায় একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে, তাদের সম্পর্কটা এখনো বেশ ভালো। সুখেই সংসার করছেন তারা। সময় পেলেই শাকিব উড়ে যান কলকাতায় অপুর কাছে। কিছুটা সময় কাটিয়ে ফেরেন। সর্বশেষ ১৭ সেপ্টেম্বর অপুর কাছে গিয়েছিলেন তিনি এমন দাবি তার ঘনিষ্ঠ সূত্রের।

চলতি বছরের মার্চ থেকে অপু লোকচক্ষুর আড়ালে চলে যান। জুন মাসে পাড়ি জমান কলকাতায়। মাঝের সময়টা কখনো ঢাকা কখনো বগুড়ায় মায়ের বাড়িতে ছিলেন বলে জানায় অপুর ঘনিষ্ঠ সূত্র। সূত্রের দাবি, শাকিব-অপু সুখী দম্পতি হলেও অন্য সবার মতো তাদের মধ্যেও কখনো কখনো বৈরী বাতাস ঝড় তুলে। সময়ে আবার সব ঠিক হয়ে যায়। এটি নির্ভর করে আসলে দুজনের ভালোবাসার গভীরতার ওপর। অপু যে শাকিব খানকে সত্যি মনেপ্রাণে ভালোবাসেন তার প্রমাণ তিনিই দিয়েছেন। তার কথায় শাকিব কখনো আমাকে কোনো কারণে ভুল বুঝলেও আমি তাকে ছাড়া থাকতে পারব না। কোনো দিনই তাকে ছাড়তে পারব না। দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি বলেন, তাকে নিয়েই আমি সংসার সাজিয়েছি, আমাদের সংসার কোনো ঝড়ে ভাঙবে না কোনো দিন।

গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনের শোবিজ বিভাগে ‘খোঁজ মিলল অপুর, শাকিবের গোপন কথা ফাঁস’ শীর্ষক সংবাদ প্রকাশ হলে অপু কলকাতা থেকে মুঠোফোনে বলেন, ‘দেখুন শাকিব আর আমি সফল পর্দা জুটি। অন্তত এ কারণে হলেও আমাদের সম্পর্কটা খুবই মজবুত। আর গভীর সম্পর্কের ক্ষেত্রে মান-অভিমান বাড়ে। কথায় কথায় খুনসুটি লতিয়ে ওঠে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। এ কারণে হয়তো এখন আমরা একজনের কাছ থেকে আরেকজন দূরে আছি। তবে তা চিরদিনের জন্য নয়।’ শাকিবের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে অপুর সোজাসাপ্টা জবাব, ‘না তার বিরুদ্ধে কোনো অভিযোগই আমার নেই।

আমি জানি সে খুব ভালো মানুষ। অনেক সহজ সরল। তাই সহজেই বোকামি করে বসে। আবার দিন শেষে যখন সে হিসেব মেলাতে বসে তখন ফলাফলটা আবার তাকে সঠিক পথে নিয়ে আসে। এখন আমরা ভালো আছি। সম্পর্কের সব যোগ-বিয়োগ মিলিয়ে শিগগিরই চমৎকার একটা ফলাফল নিয়ে ঘরে ফিরব। লক্ষ্য রাখতে হবে কারো অসতর্কতার আগুনে যেন আমাদের ঘর পুড়ে না যায়।’ শাকিবের জন্য যার ভালোবাসার পারদ এমনই ঊর্ধ্বমুখী সেই অপুকে কখনো শাকিব খান থেকে আলাদা করে ভাবা যাবে না। এমনটাই জানাচ্ছেন অপুর কাছের মানুষরা। সময় পেলেই শাকিব ছুটে যাচ্ছেন অপুর সুখ-দুখে তারই পাশে। মানে দূরে থাকলেও তারা যে এখনো দুজন দুজনার মনের গভীরে বসত করছেন আর সংসার নামক সুখের তরীতে ভাসছেন তা একবাক্যে স্বীকার করছেন তাদের ঘনিষ্ঠজনরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত