শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

যে কারণে সৌদিতে নারী শ্রমিক পাঠাতে পারছে না বাংলাদেশ

অপপ্রচার ও গুজবের কারণে সৌদি আরবে নারী কর্মী পাঠানো যাচ্ছে না বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে দশম জাতীয় সংসদের ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৮ম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে কমিটি সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে কমিটির সদস্য মো. আয়েন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘‘মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, সৌদি আরবে নারী কর্মীদের নির্যাতন করা হয়-এমন গুজব ও মিথ্য অপপ্রচারের কারণে বাংলাদেশি মহিলারা দেশটিতে যেতে চাচ্ছে না। দেখা যায়, অনেক নারী কর্মী অসুস্থ হয়ে পড়ায় দেশে আসতে পারছে না। কিছু লোক বিশেষ করে ধর্মান্ধ গোষ্ঠী ও কিছু মিডিয়া প্রচার করে সেখানে নারী নির্যাতন হচ্ছে। এজন্য তারা যেতে চাচ্ছে না।”

গত ১০ ফেব্রুয়ারি ৮০০ রিয়াল (প্রায় ১৬ হাজার টাকা) বেতনে বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার গৃহকর্মী নেওয়ার ব্যাপারে সৌদি সরকারের সঙ্গে একটি চুক্তি সই হয়।

সম্প্রতি সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, অধিকাংশ বাংলাদেশি নারী শ্রমিক সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে আগ্রহী নন। এর কারণ হিসেবে সৌদি গেজেট উল্লেখ করে, বাংলাদেশি নারী গৃহকর্মীরা সৌদি আরবের আচার, সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না।

জানা গেছে, চুক্তি অনুযায়ী প্রতি মাসে ১০ হাজার নারী কর্মী সৌদি আরবে পাঠানোর কথা থাকলেও সরকার তা পারছে না। কারণ, সৌদি আরবে যাওয়ার জন্য আগ্রহী নারী কর্মীদের সংখ্যা কমে গেছে।

এর আগে বিদেশে যেতে ইচ্ছুক নারী কর্মীদের নাম নিবন্ধনের জন্য গত ৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরবর্তী সময়ে নিবন্ধন কার্যক্রম ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু নির্ধারিত সময়ে নাম নিবন্ধন করেন মাত্র ২ হাজার ৫৭০ জন নারী।

উল্লেখ্য, ২০০৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব, যা এ বছর তুলে নেওয়া হয়।

সরকারি হিসাবে বর্তমানে ২০ লাখেরও বেশি বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন পেশায় নিয়োজিত। এই হিসাবে সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। আর নিষেধাজ্ঞা আরোপের আগে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় দেড় লাখ শ্রমিক নিত সৌদি আরব।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি’১৫ থেকে বর্তমান সময় পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে অনুমতি নিয়ে ৪ লাখ ১৪ হাজার ৮১২ জন কর্মী বিভিন্ন দেশে গিয়েছেন।

বৈঠকে আরো জানানো হয়, বৈদেশিক কর্মসংস্থান নীতি-২০১৫ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ওই নীতিতে রিক্রুটিং এজেন্সিগুলোর আচরণ বিধি এবং শ্রেণীকরণের বিষয়টিও পরীক্ষাধীন।

বৈঠকে জানানো হয়, নীতিমালার মাধ্যমে এজেন্সিগুলোকে নজরদারির মধ্যে এনে অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

বৈঠকে মালয়েশিয়ায় জি টু জি প্রক্রিয়ায় কাঙ্খিত মাত্রায় অভিবাসী কর্মী পাঠানো হচ্ছেনা বিধায় বিষয়টি আরো দ্রুততার সাথে করার বিষয়ে সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো থেকে কেউ যাতে ভুয়া সনদ নিতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় ।

বৈঠকে কমিটির সদস্য মো: ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী, মাহফুজুর রহমান, দিদারুল আলম এবং মো. আয়েন উদ্দিন অংশ নেন। এছাড়া বিশেষ আমন্ত্রনে প্রবাসী কলাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে অংশ নেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

তৈরি পোশাক খাতে নাশকতা: উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাশকতার মাধ্যমে তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ। পুলিশ সুপার জানান, রবিবার রাতে নেত্রকোণার কেন্দুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নেত্রকোণা জেলা পুলিশ। গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃত হৃদয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কেন্দুয়া উপজেলার মাসুদুজ্জামান তাওহিদের ছেলে।

ঢাকা এসেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী

ঢাকায় এসেছেন আন্তর্জাতিকভাবে খ্যাতিমান মুদ্রা-ঋণ বিশেষজ্ঞ ও ইংল্যান্ডের সরকারি বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে ভাবছে রাজনৈতিক দলগুলো: আমীর খসরু
  • জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হবে: চিফ প্রসিকিউটর
  • সীমান্ত হত্যা ভারতের সঙ্গে সম্পর্কের অন্তরায়: পররাষ্ট্র উপদেষ্টা
  • জাতির পিতার পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল
  • দ্বিতীয় দফায় বন্যার্তদের পাশে ঢাবির লোকপ্রশাসন বিভাগ
  • শাহবাগে ব্যাটারিচালিত রিকশার নিচে পড়ে নারীর মৃত্যু
  • ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ
  • বাধ্যতামূলক অবসরে আনসারের উপ-মহাপরিচালক জিয়াউল
  • বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা
  • ১৩ বছর পর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক
  • সরকার নয়, বিটিভিকে জনগণের মিডিয়া হতে হবে: নাহিদ ইসলাম
  • খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক