যে কারনে ফেব্রুয়ারিতেই দেশে ফিরছেন বিউটি কুইন শাবানা!!

ঢালিউডের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী শাবানা মারা গেছেন এমন গুজব চাউর হয় চারিদিকে। শুধু দেশে নয়, বিদেশে অবস্থানকারী বাংলাদেশিরাও এ খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে। খোদ অভিনেত্রী শাবানাও এ খবরে বিব্রতকর অবস্থায় পড়েন। শাবানার খুব কাছের একজন প্রখ্যাত নির্মাতা রাতে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শাবানার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানান, এমন গুজবে শাবানা খুবই বিরক্ত। তিনি সুস্থ আছেন। বরং আগামী ফেব্রুয়ারিতে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।
গুজবের বিষয়ে শাবানা বলেছেন, ‘দিনভর আমার কাছেও এ ধরনের প্রচুর ফোন কল এসেছে। আমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে বসবাস করছি। কেন, কোন কারণে এ ধরনের ভিত্তিহীন খবর প্রচার করা হলো জানি না। এমন খবর প্রকাশ করা কোনোভাবেই উচিত নয়। এতে শুধু আমি ও আমার পরিবার নয়, আমার ভক্তরাও বিভ্রান্ত ও বিব্রতকর অবস্থায় পড়ে। আশা করছি, এ ধরনের কাজ থেকে সংশ্লিষ্টরা বিরত থাকবেন।’
নব্বই দশকের শেষদিকে অভিনয় ছাড়েন এবং ২০০০ সালের প্রথম দিকে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন শাবানা।
গুজবের পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানও যোগাযোগ করেন শাবানার পরিবারের সঙ্গে। সেখান থেকে নিশ্চিত হয়ে তিনি শাবানার সর্বশেষ অবস্থার কথা জানান গণমাধ্যমকে। তিনি বলেন, শাবানা ভালো আছেন।
১৯৯৭ সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র-অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। ২০০০ সালে শাবানা সপরিবারে চলে যান আমেরিকায়। সেই থেকে শাবানা সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মাঝে-মধ্যে দেশে এসে কিছুদিন থাকার পর আবার চলে যান।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন