যে ফাঁদে ফেলে তরুণীকে ধর্ষণ করে অভিনেতা তানভীর তনু

২৫ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিনেতা তানভীর তনুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রূপনগর আবাসিক এলাকার নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল আলম জানান, পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আজ শনিবার সকালে তানভীর তনুকে আদালতে পাঠানো হবে।
পুলিশ সূত্র থেকে জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের ২৫ বছর বয়সী তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তানভীর তনুর। তাঁর স্ত্রী থাকার পরও তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণীকে মালয়েশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তানভীর তনু। ওই তরুণীর অভিযোগ, গত ৬ মে তানভীর তনু তাঁর নিজের বাসা ডেকে নেন। এ সময় তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। তবে তানভীর তনুর এক বন্ধু ছিলেন।
একপর্যায়ে তরুণীকে ধর্ষণ করেন তিনি। এরপর বন্ধুকেও ধর্ষণ করতে বলেন তানভীর তনু। একপর্যায়ে ওই তরুণী পালিয়ে আসেন। এ ঘটনার পর তানভীর তনু পলাতক ছিলেন। তবে তিনি বাসায় ফিরে আসার খবর পেয়ে ওই তরুণী পুলিশকে খবর দেন। এরপরই সেখান থেকে তানভীর তনুকে পুলিশ গ্রেপ্তার করে।
এদিকে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া অভিনেতা তানভীর তনু সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তার কোনো সহশিল্পীই। তবে কয়েকজন শিল্পী নাম প্রকাশ না করার শর্তে তাকে নিয়ে কিছু তথ্য জানান।
তাদের জানানো তথ্য অনুযায়ী, তানভীর তনু আই ডোন্ট কেয়ার, খাসজমিন, গুণ্ডা দ্য টেরোরিস্ট, পাষাণ, ফুল অ্যান্ড ফাইনাল ছবিগুলোসহ অনেক ছবিতে অভিনয় করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘কর্মফল’ অবলম্বনে নির্মিত নাটক ‘কর্মফল’র সতীশ চরিত্রেও দেখা গেছে তাকে।
তার ক্যারিয়ারের শুরু র্যাম্প মডেলিং দিয়ে, পরবর্তীতে তিনি নাটক এবং ফুল অ্যান্ড ফাইনাল দিয়ে সিনেমায় অভিনয় শুরু করেন।
তাকে নিয়ে সর্বশেষ কাজ করা একজন চিত্রপরিচালক বলেন, ‘আমার জানা মতে তিনি ব্যক্তিজীবনে বিবাহিত। তার স্ত্রী চাকরি করেন। এ ছাড়া তার নিজের ব্যবসা রয়েছে। ’ তবে কিসের ব্যবসা রয়েছে তা ওই পরিচালক জানাতে পারেননি।
প্রসঙ্গত, তরুণীকে ধর্ষণের অভিযোগে তানভীর তনুকে শুক্রবার রাতে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তনুকে গ্রেফতারের সময় বাসায় তার স্ত্রীও ছিলেন। তবে এ দম্পতির কোনো সন্তান নেই বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন