‘যে মানুষটাকে সব কথা বলতে ইচ্ছে করে’

টলিউড অভিনেত্রী পায়েল সরকার। খোলামেলা দৃশ্যে অভিনয় করে অনেকবার আলোচনায় এসেছেন তিনি। চলতি মাসে মুক্তি পাচ্ছে তার অভিনীত ঈগলের চোখ সিনেমাটি।
খোলামেলা দৃশ্য ছাড়াও প্রেমের সম্পর্ক নিয়েও সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এক সময় প্রেম করতেন রাজ চক্রবর্তীর সঙ্গে। এখন নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা আবির সেন গুপ্তের সঙ্গে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। এ সময় জানতে চাওয়া হয় আবিরের সঙ্গে কীভাবে প্রেমের সম্পর্কে জড়ালেন? এমন প্রশ্নের জবাবে পায়েল বলেন, “আমরা একসঙ্গে ‘যমের রাজা’, ‘জামাই ৪২০’, ‘চকোলেট’ সিনেমায় কাজ করেছি। কিন্তু তখন কিছু হয়নি। সিনেমার কাজ করতে করতে আর প্রেম করে উঠতে পারিনি। তবে সিনেমার প্রচারণার সময় ব্যাপারটা ঘটে। আসলে একজন মানুষকে চিনতেও তো সময় লাগে।’
তবে আনুষ্ঠানিক প্রেমের প্রস্তাবের বিষয়ে আগ্রহ নেই জানিয়ে তিনি বলেন, ‘আসলে নিয়ম মেনে কেউ কাউকে প্রস্তাব দেয়নি। এগুলো কিশোর বয়সে হয়ে থাকে। দুজন পরিণত মানুষ কাছাকাছি এলে একটা বোঝাপড়া গড়ে ওঠে। তখন ওই আনুষ্ঠানিক প্রস্তাব দিতে হবে, এই ব্যাপারটাই আর থাকে না।’
রাজ চক্রবর্তীকে নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল পায়েলের। তবে আবিরের সঙ্গে সম্পর্ক চালাতে গিয়ে বিরক্তবোধ করেন কিনা এমন প্রশ্নের উত্তরে পায়েল বলেন, ‘নাহ্! মনে হচ্ছে না এখনই বিরক্ত হব! একটা সম্পর্কে প্রেমের পাশাপাশি অনেক কিছু থাকে। বন্ধুত্ব, শেয়ারিং, ঝগড়া। যে মানুষটাকে সব কথা বলতে ইচ্ছে করে। এগুলো ঠিক থাকলে সম্পর্কে এক ঘেয়েমি আসে না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন