বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌথ প্রযোজনা : চলচ্চিত্রের সুদূরপ্রসারী পরিকল্পনা চান সংশ্লিষ্টরা

যেভাবে যৌথ প্রযোজনার নামে কলকাতার ছবির জন্য দেশের বাজার উন্মুক্ত করা হচ্ছিল সেখানে কিছুটা হলেও ধাক্কা লেগেছে রোববার তথ্য মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্তে। তথ্যমন্ত্রীর উপস্থিতিতে ওইদিন মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ বলেছেন, ‘ নতুন সংশোধিত নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় নির্মিত আর কোনো ছবিকে অনুমোদন ও ছাড়পত্র দেওয়া হবে না। আর ঈদুল আজহার আগেই দেশের অন্তত ৫০টি প্রেক্ষাগৃহে ডিজিটাল প্রযুক্তি সংযোজন করা হবে।’ বিষয়টিকে বেশ ইতিবাচক ভাবে নিয়েছেন শিল্পী সমিতিসহ আন্দোলনও প্রতিবাদকারী বিভিন্ন মহল। তারা সবাই চাচ্ছেন, যৌথ প্রযোজনার ছবির সংশোধিত নীতিমালায় যেন চলচ্চিত্রের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা থাকে।

তথ্যমন্ত্রীর সাথে ওই বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশীদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, চিত্রনায়ক ফারুক, আলমগীর, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।

যৌথ প্রযোজনায় ছবি তৈরির নীতিমালা সংশোধন করার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশীদকে। সভা শেষে তিনি বলেন, ‘রোববার তো মাত্র সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আমরা একটি কমিটি গঠন করব। এরপর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে বসব। তাদের মতামত নেব। সব? কিছু বিবেচনা করে আমরা ন্যূনতম সময়ের মধ্যে যুগোপযোগী নীতিমালা প্রণয়নের কাজ সম্পন্ন করব।’
মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে দেশীয় চলচ্চিত্রকে ক্ষতিগ্রস্থ করছে। আমরা তার প্রতিরোধের জন্য চেষ্টা করেছি। আমরা এখন দৃঢ়তার সাথে বলতে পারি, আমাদের উদ্দেশ্য অনেকটাই অর্জিত হয়েছে। যদি যৌথ প্রযোজনায় ছবি তৈরির নীতিমালা যথাযথ ভাবে সংশোধন করা সম্ভব হয়, তাহলে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা বন্ধ হবে।’

খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা এখন চূড়ান্ত সাফল্যের জন্য অপেক্ষা করছি।’

এরমধ্যে অন্যতম আন্দোলনকারী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আমরা ঔদ্ধত্ব্যপূর্ণ কথা বলতে চাই না। যৌথ প্রযোজনায় আমরা চেয়েছি দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে। আশা করি নতুন কমিটির মাধ্যমে পূর্ণ নীতিমালায় তা উঠে আসবে। নতুন কমিটির আহ্বায়ক হারুনুর রশীদের ওপর আমাদের আস্থা আছে। তিনি একসময়ে বিএফডিসির মহাপরিচালক ছিলেন। ভালো একজন শিল্পীও। আর ইতোমধ্যে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি বিলুপ্ত। নতুন কমিটি ভালো কিছু করবেন আশা করি।’

প্রায় একই ধরনের অনুভূতি জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি একবাক্যে বলেন, ‘এটা আমাদের আন্দোলন ও সব চলচ্চিত্রপ্রেমীর আন্দোলনের ফসল। আমরা সাধুবাদ জানাই।’ বিষয়টিকে সুসংবাদ উল্লেখ করে ওমরসানী বলেন, ‘রোববার ফেসবুক লাইভে বিষয়টি নিয়ে কথা বলছিলাম। খুবই ভালো লাগছে এমন সংবাদ শুনে। আমি চাই, চলচ্চিত্রের ভালো হোক। নব্বই দশকে আমি চলচ্চিত্র যেমন দেখেছি, মৃত্যুর সময়ও তেমন সুসময় দেখতে চাই। নতুন এ সিদ্ধান্তকে আমার পক্ষ থেকে সাধুবাদ।’ এদিকে এ আন্দোলনকে কেন্দ্র করেই চলচ্চিত্র সমিতির সদ্য নির্বাচিত কমিটি থেকে পদত্যাগ করেন চিত্রনায়িকা মৌসুমী। তার মন্তব্যটি এমন, ‘কোনো বিদ্বেষ হানাহানি নয়। ভালো কিছু হোক। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেন মানুষের বিভ্রান্তমূলক কথা থেকে দূরে থাকি।’

সরকারের এমন সিদ্ধান্তে কোন পক্ষ নিয়েছে দেশে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি যৌথ প্রযোজনার ছবি নির্মাণকারী প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তা জানতে গিয়ে জাজের চেয়ারম্যান আবদুল আজিজকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে এর উত্তর দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন। তিনি বলেন, ‘সরকারের এমন সিদ্ধান্তকে শুভকামনা জানাই। আমাদের কিছু ছবির কাজ চলছে। সেগুলো শেষ হবে। তবে নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত নতুন কোনো ছবির কাজ শুরু হবে না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন