যৌন হয়রানির শিকার হয়েছেন যে অভিনেত্রীরা
তাঁরা নায়িকা। লাইমলাইটে থাকেন সবসময়েই। অভিনেত্রীদের ঘিরে থাকে কড়া নিরাপত্তার বলয়। কিন্তু তা সত্বেও নিস্তার নেই। কখনও ব্যক্তিগত জীবনে, কখনও জনসমক্ষে যৌন হয়রানির শিকার হয়েছেন তাঁরা।
ক্যাটরিনা কাইফ- ২০০৫-এ দুর্গাপুজোর একটি হাই প্রোফাইল ইভেন্টে এসেছিলেন ক্যাট। কিন্তু স্টেজ থেকে নামার পরে ভিড় সামাল দিতে ব্যর্থ হন কর্তৃপক্ষ। সেই সময়েই অপরিচিত ভিড়ের মধ্যে যৌন হয়রানির শিকার হয়েছিলেন ক্যাট, এমনই দাবি করেন তিনি। যদিও প্রায় সঙ্গে সঙ্গে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী ঘটনাস্থলে পৌঁছনোর কারণে মুক্তি পান ক্যাট। মুম্বই ফিরে বহুদিন পর্যন্ত এই তিক্ত অভিজ্ঞতাকে মন থেকে সরাতে পারেননি এই অভিনেত্রী।
বিপাশা বসু- ‘রাজ থ্রি’ ছবির প্রোমোশনে গিয়ে যৌন হেনস্থার শিকার হন বিপাশা। প্রোমোশনে ছোট স্কার্ট পড়েছিলেন বিপাশা। ভিড়ের মধ্যে থেকে একজন বিপাশার স্কার্ট টেনে ধরেন। চরম হেনস্থার মুখে পড়েন এই বঙ্গ-তনয়া।
সোনাক্ষী সিংহ- ২০১০ সালে একটি প্রেস কনফারেন্সে তাঁর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তোলেন সোনাক্ষী। মিডিয়ার যথেষ্ট পরিচিত ব্যক্তির বিরুদ্ধে আপত্তিজনক ভঙ্গিতে তাঁকে স্পর্শের অভিযোগ করেন তিনি।
মিনিশা লাম্বা- কোনও নিরাপত্তারক্ষী ছাড়াই গোয়ার সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছিলেন মিনিশা। সেই সময়ে একদল যুবকের হাতে অপদস্থ হতে হয় তাঁকে। পরে এই বিষয়ে তিনি লিখিত অভিযোগও জানান।
ঐশ্বর্যা রাই- ব্যক্তিগত জীবনে তাঁর পুরুষসঙ্গী তাঁকে দীর্ঘদিন যৌনহেনস্থা করে গিয়েছেন। হাই প্রোফাইল সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারেননি নীলনয়না। পরে সংবাদমাধ্যমে মুখ খোলেন তিনি। নাম না-করেই এই অভিযোগ করেন অভিনেত্রী।
সুস্মিতা সেন- পুণের এক জুয়েলারি শো-রুমের উদ্বোধনে গিয়ে গাড়ি থেকে নামতেই পারেননি সুস্মিতা। প্রবল ভিড় এবং আপত্তিজনক পরিস্থিতিতে বাধ্য হয়ে দীর্ঘসময়ে নিজের গাড়ির মধ্যেই বন্দি থাকেন নায়িকা।
কোয়েনা মিত্র- পাঁচতারা হোটেলে নিউ-ইয়ারের অনুষ্ঠান করতে গিয়েছিলেন কোয়েনা মিত্র। অনুষ্ঠান শেষে নিজের রুমে ফেরার সময়ে হোটেলের নির্জন লবিতে হঠাৎ করে এক মদ্যপ বোর্ডার তাঁর পথ আটকে দাঁড়ায়। চিৎকার করেও সেই সময়ে কারও সাহায্য পাননি কোয়েনা। অভিযুক্ত ব্যক্তি তাঁকে যৌনহেনস্থা করেন বলেন অভিযোগ কোয়েনা। কোনওক্রমে নিজের রুমে পৌঁছে পুলিশে ফোন করেন তিনি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অভিযুক্ত ব্যক্তিকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন