রবিবার, অক্টোবর ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মোসাদ্দেক-নাসিরের ব্যাটে ঢাকার ১৭০

নাসির হোসেন এবারের বিপিএলে প্রথমবার ব্যাট হাতে পেয়েই জ্বলে উঠলেন। কিন্তু ঢাকা ডাইনামাইটসের ইনিংসের আলোচিত ব্যাটসম্যান আবার মোসাদ্দেক হোসেন। আগের দিন ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। বড় স্কোর হয়নি বলে। এবার আরো আগ্রাসী তিনি। বিপজ্জনক রংপুর রাইডার্সের বিপক্ষে ২৮ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলেছেন মোসাদ্দেক। তাতে এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়লো ঢাকা। ৬ উইকেটে ১৭০ রান তুলে রংপুরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তারা।

আগের ম্যাচ হারা ঢাকা জয়ে ফিরতে চায়। রংপুর চায় টানা তৃতীয় ম্যাচ জিততে। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমেছিল ঢাকা। আগ্রাসী মেহেদী মারুফ (১০) ম্যাচের প্রথম তিন বলে একটি করে ছক্কা ও চার মেরে সোহাগ গাজীর শিকার।

প্রথম ম্যাচে ঢাকার ৪ ও দ্বিতীয় ম্যাচে ৭ ব্যাটসম্যান ব্যাট করেছেন। নাসির সুযোগ পাননি। এবার প্রোমোশন পেয়ে ৩ নম্বরে, প্রথম ওভারেই। এবং শুরু থেকে দারুণ খেলে ওপেনার কুমার সাঙ্গাকারার সাথে ৬৯ রানের দামী জুটি গড়েন। ওভার প্রতি ৭.২৬ গড়ে।

এরপর শহীদ আফ্রিদি তার দ্বিতীয় ওভারে ডাবল উইকেট মেডেন নিলেন। নাসির ৩৩ বলে ৬ বাউন্ডারিতে ৩৮ রান করে ফিরেছেন। রবি বোপারা শূণ্য। পরের ওভারে সোহাগ গাজী তুলে নেন সাঙ্গাকারাকে (২৭ বলে ২৯)। হঠাৎই চাপে পড়ে ঢাকা।

সাকিব ও মোসাদ্দেক এরপর ৩৯ রানের জুটি গড়েন। টানা তিন ওভারে দ্রুত রানের চাকা ছোটান মোসাদ্দেক। ১৬তম ওভারটি রুবেল হোসেনের। দুটি ২ রান। একট ছক্কা ও একটি চার মোসাদ্দেকের। আসে ১৪ রান। পরের ওভারটি লিয়াম ডসনের। এবার প্রথম বলে সাকিব আল হাসান (১০) আউট। কিন্তু গতি সমান মোসাদ্দেকের। শেষ দুই বলে একটি করে ছক্কা ও চার। এই ওভারে ১২। ১৮তম ওভারে শহীদ আফ্রিদি তার শেষ ওভার করতে আসেন। কিংবদন্তি বোলারকে টানা দুই বাউন্ডারি মারেন মোসাদ্দেক। এই ওভারে ১১ রান।

পরের ওভারে দায়িত্ব নেন ডোয়াইন ব্রাভো ( ১০ বলে ১৩) প্রথম চার বলে এক ছক্কা ও দুটি ডাবলসে ১০ রান করে ফেলেন। কিন্তু পঞ্চম বলে আরাফাত সানি তাকে বোল্ড করে দেন। এই ওভারেও ১১ রান। তবে ১৯ ও ২০ ওভারে কেবল ইনিংসের শেষ ২ বল খেলার সুযোগ পেলেন মোসাদ্দেক। ৪৮ থেকে ৫০ এ যাওয়া হলো না। অবশ্য ওই ওভারে দুই ছক্কা হাঁকিয়ে সেকুজ্জে প্রসন্ন (৫ বলে ১৩) এনে দিয়েছিলেন ১৬ রান।

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা