রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ নগরীর ধাপ এলাকার অনুমোদনহীন ভিআইপি জেনারেল হাসপাতাল থেকে ৬ জনকে আটক করেছে।
নিহত মেধা রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের মাহমুদুল হাসানের কন্যা।
পুলিশ ও নিহত শিশুর বাবা মাহমুদুল হাসান জানান, গত সোমবার রাত ৯টার দিকে মেধাকে হার্নিয়া অপারেশনের জন্য ভিআইপি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে তার অপারেশন শুরু করেন চিকিৎসক। প্রায় আড়াই ঘণ্টা পরও অপারেশন শেষ না হওয়ায় স্বজনরা খোঁজ নিলে ক্লিনিক কর্তৃপক্ষ টালবাহানা শুরু করেন।
এক পর্যায়ে স্বজনরা চাপাচাপি করলে মেধাকে ক্লিনিক থেকে তড়িঘড়ি করে বের করে দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানকার দ্বায়িতরত কর্মকর্তারা। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় মেধাকে রংপুর মেডিলে কলেজ হাসপাতালে না নিয়ে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর পরই অপারেশনের দায়িত্ব পাওয়া মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হিরন্ময় কুমারসহ অন্য চিকিৎসকরা পালিয়ে যান।
পরে খবর পেয়ে পুলিশ রক্তাক্ত অবস্থায় বুধবার সকালে শিশুটির মরদেহ উদ্ধারের পর ভিআইপি জেনারেল হাসপাতালের এক নার্স ও দুই আয়াসহ মোট ছয়জনকে আটক করে। বুধবার সকালে ভিআইপি জেনারেল হাসপাতালে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
রংপুর সিভিল সার্জন ডা. জাকিরুল ইসলাম বলেন, সিভিল সার্জন অফিস থেকে ভিআইপি জেনারেল হাসপাতালের কোনো নিবন্ধন নেয়া হয়নি। মহাপরিচালকের কার্যালয় থেকে অনুমোদন নেয়া হয়েছে কি না তা জানা নেই। তবে অনুমোদনের বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। ক্লিনিকের মালিকসহ অন্যদের সন্ধানে পুলিশ কাজ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন
ট্রাকচালকের আসনে ছিল হেলপার
পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন।বিস্তারিত পড়ুন