রংপুরে ২ গৃহবধূ নিহত, স্বামীরা আটক
রংপুরে পৃথক ঘটনায় দুই গৃহবধূ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনের স্বামীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, পাঁচ বছর আগে নগরীর বুড়িরহাট এলাকার সোলেমান আলীর ছেলে সেনা সদস্য সেলিমুজ্জামান সেলিমের সঙ্গে নগরীর ছিলিমপুর ভরাটপাড়া এলাকার মমতাজুর রহমানের মেয়ে মিতালীর বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে গত সোমবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিতালীকে আঘাত করে সেলিম। এতে মিতালী মাথায় গুরুতর আঘাত পায়। দ্রুত উদ্ধার করে তাকে রংপুর সিএমএইচ এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিতালী মারা যায়। পরে নিহতের স্বামীকে আটকের পর পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় মিতালীর বাবা মমতাজুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।
নগরীর স্টেশন রোডের আলমনগর কলোনি এলাকায় সুফিয়া নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী নরসুন্দর বাপ্পিকে আটক করেছে পুলিশ। সুফিয়াকে হত্যা, না তিনি আত্মহত্যা করেছেন- পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
দুটি মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম। তিনি বলেন, ময়না তদন্তের পর তাদের মৃত্যুর বিষয় জানা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আরতদাড়ের সাথে বিরোধ, রহনপুর বাজারে আম বিক্রি বন্ধ
আম চাষিরা আমের মণ সর্বোচ্চ ৪৮ কেজি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জেরবিস্তারিত পড়ুন
মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন
রংপুরে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পালাল চিকিৎসক
রংপুরে ভুল চিকিৎসায় মেধা (২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগবিস্তারিত পড়ুন