রণবীর-দীপিকা পরবর্তী শাহরুখ-কাজল হতে পারবে না, বললেন কাজল
বন্ধুত্ব হোক বা প্রেম। রোমান্স হোক বা বিচ্ছেদ। বলিউডকে যেন হাতে ধরে শিখিয়েছেন শাহরুখ খান-কাজলের জুটি। বহু ব্লকবাস্টার ছবিতে সে নজিরও রেখেছেন। কিন্তু তাঁদের পর কারা? এ প্রশ্নটা ইদানিং ঘুরপাক খাচ্ছে বি-টাউনের অন্দরে। অনেকেই বলছেন, রণবীর কপূর-দীপিকা পাড়ুকোন হতে পারেন ওই জুটির যোগ্য উত্তরসূরী।
সত্যিই কি তাই?
রণবীর-দীপিকাই কি পরবর্তী শাহরুখ কাজল? এ প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘‘আমার মনে হয়, কেউ কারও মতো হতে পারে না৷ আমি দীপিকার মতো হতে পারব না৷ দীপিকাও আমার মতো না৷ বলা ভাল, ওরা আমাদের মতো হতে পারবে না, আমরাও ওদের মতো নয়৷’’
কাজল এই তথ্য মানতে নারাজ হলেও অনেকেই এখন বাজি ধরছেন রণবীর-দীপিকার ওপর। সামনেই মুক্তি পাবে ইমতিয়াজ আলি পরিচালিত ‘তামাশা’। যেখানে নতুন করে ধরা দেবেন তাঁরা। দিন কয়েক আগে রণবীরও জানিয়েছেন, দীপিকার সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ পছন্দই করেন দর্শকরা। সব মিলিয়ে আলোচনায় উঠে আসছে তাঁদের নাম। যদিও বলিউডেরই একটা অংশের মতে, এখন বদলেছে সিনেমার ঘরানা। জুটি ছাড়াই গুরুত্ব পাচ্ছে ভাল গল্প। তাই এ ভাবে তুলনা টানা হয়তো সম্ভব নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন