রবি বাবুর প্রেমে মজেছেন পড়শী
আমারো পরান যাহা চায়, তুমি তাই তাই গো, আমারো যাহা চায়” রবি ঠাকুরের এই বানী প্রেমিক-প্রেমিকাদের কাছে চির সবুজ একটি গান। আর আমাদের প্রেমের অনেক বড় একটা জায়গা জুড়ে রয়েছেন রবীন্দ্রনাথ। প্রেমে মজবেন অথচ রবি বাবুকে আবেশে রাখবেন না, এমনটা কিছুতেই হতে পারেনা।
আর তাই হয়তো পড়শী এবার কবিগুরুর সাথেই প্রেমে মজলেন। এবং সেটা কোনো গান-গল্প-কবিতার নয়। সরাসরি কবি গুরুর সাথেই প্রেম করছেন তিনি!
কিন্তু কীভাবে? কবি গুরু কী পড়শীকে নিয়ে গেছেন সেই ১৯০০ সালে? যখন রবি বাবু টগবগে যুবক। আর তাঁর প্রেমিকা পড়শী !
ভাবছেন এ আবার কী করে সম্ভব? এমনটাতো কেবল স্বপ্নেই হতে পারে। না, রবি ঠাকুরের খুব পরিচিত গান ‘আমারো পরান যাহা চায়’ নিয়ে আসন্ন ঈদে শ্রোতাদের জন্য চমক নিয়ে আসছেন পড়শী। ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন মিউজিক ভিডিও। গানটির সঙ্গীতায়োজন করেছেন সন্ধি। মিউজিক ভিডিওটিতে পড়শীর সাথে রবীন্দ্রনাথের ভূমিকায় আছেন তৌহিদুল ইসলাম আবির। ভিডিওটি পরিচালনা করেছেন স্বনামধন্য নির্মাতা রম্য খান।
পড়শীর রবীন্দ্রপ্রেম নিয়ে বিডিমর্নিংকে বলেন, ‘ছোটবেলা থেকেই রবীন্দ্র সঙ্গীত করি তবে সেটা বরাবরই নিজের জন্য। খুব একলা যখন থাকা হয় তখন আনমনেই রবীন্দ্র সঙ্গীত গাই। তবে বড় হয়ে আর রবীন্দ্রসংগীত করা হয়নি। আর এই গানটি আমার অনেক ভালোবাসার একটি গান। সেই ভালোবাসা থেকেই গানটি করা। আশা করি সবাই গানটি ভালোভাবে গ্রহণ করবেন।’
রবি বাবুর প্রেমে মজেছেন পড়শী
এ প্রসঙ্গে মিউজিক ভিডিও’র রবীন্দ্রনাথ আবির বিডিমর্নিংকে বলেন, ‘১৯০০ সালের প্রেক্ষাপট নিয়ে ভিডিওটি নির্মাণ করা। পড়শী খুব ভালো কাজ করেছে এতে। ও এতোটাই ভালো কাজ করেছে যে আমার মনে হয় পড়শীর অভিনয় দর্শকদের কাঁদাবে।’
ধামরাইয়ের জমিদার বাড়িতে গত মঙ্গলবার মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে।
উল্লেখ্য, পড়শীর নতুন এই মিউজিক ভিডিওটি ঈদের আগে ইউটিউব এবং টিভি চ্যানেলগুলোতে প্রকাশ পাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন