শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রমজানের কাজা হওয়া রোজাগুলো আদায় করার নিয়ম!

রমজানে নানা কারণেই আমাদের কিছু রোজা ভাঙা পড়ে বা ভাঙতে হয়। যেমন অসুস্থতা, ভ্রমণ অথবা মহিলাদের প্রাকৃতিক স্রাব। অনেকের আবার রমজানে একটি রোজা রাখারও সুযোগ হয় না।

রমজানে নানা কারণেই আমাদের কিছু রোজা ভাঙা পড়ে বা ভাঙতে হয়। যেমন অসুস্থতা, ভ্রমণ অথবা মহিলাদের প্রাকৃতিক স্রাব। অনেকের আবার রমজানে একটি রোজা রাখারও সুযোগ হয় না। গর্ভবতী মহিলা এবং অপারেশনের রোগীর ক্ষেত্রে এমনটি বেশি হয়।

এ প্রসঙ্গে মহান আল্লাহ তায়ালা বলেন, ‘যদি তোমরা পীড়িত অথবা সফরে থাক তবে অন্য দিনগুলোতে (ভাঙতি রোজার) সংখ্যাগুলো পূর্ণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না।’ (সূরা বাকারাহ : ১৮৫)।

কাজা রোজা আদায়ের নিয়ম

রমজানের কাজা রোজা ধারাবাহিকভাবে অথবা সুবিধামতো সময়ে ভেঙে ভেঙে রাখা যাবে। ইমাম দারা কুতনি ইবনে ওমর (রা.) থেকে মুত্তাসিল এবং মুরসাল সনদে বর্ণনা করেছেন, রাসুল (সা.) বলছেন, ‘রমজানের কাজা রোজা বিরতিসহ রাখতে পার; অবিরত ধারায়ও রাখতে পার।’ (কাজী সানাউল্লাহ, তফসিরে মাজাহারি : ১ম খ-, পৃষ্ঠ-৩৬০)।

রমজানের রোজার কাজা তাৎক্ষণিকভাবে ওয়াজিব হয় না বরং প্রশস্ততাসহ ওয়াজিব হয়। হজরত আয়েশা (রা.) বলেন, ‘রমজান মাসে আমার রোজা কাজা হতো, রাসুল (সা.) এর উপস্থিতির কারণে শাবান পর্যন্ত তা কাজা করতে পারতাম না।’ (বোখারি : ১৯৫০; মুসলিম : ১১৪৬)।

কাজা আদায়ে যদি এতটা বিলম্ব হয় যে, আরেক রমজান চলে এসেছে তবে রমজানের ফরজ রোজা রাখবে এবং পরে কাজা আদায় করে নেবে। এর জন্য ফিদইয়া কিংবা অন্য কিছুর প্রয়োজন নেই। এটা ইমাম আবু হানিফা (রহ.) এবং হাসান বসরি (রহ.) এর মাজহাব। আর এটাই সঠিক। (সাইয়্যেদ সাবেক, ফিকহুস সুন্নাহ, ১ম খ-, পৃষ্ঠা-৩৮৬)।

গর্ভবতী ও দুগ্ধদানকারী মহিলার কাজা রোজা
গর্ভবতী এবং দুগ্ধদানকারী মহিলা সন্তানের ক্ষতির আশঙ্কায় ছেড়ে দেয়া রোজার কাজা আদায়ের বিধান কী, এ প্রসঙ্গে ইমাম জাসসাস আহাকামুল কোরআনে লিখেন, এ ব্যাপারে সাহাবিদের তিনটি মত রয়েছে।

১. হজরত আলী (রা.) বলেন, ওই মহিলাকে শুধু কাজা আদায় করতে হবে, ফিদইয়া দিতে হবে না। এটি ইমাম আবু হানিফা এবং ইমাম মালেকের দুই মতের একমত। (ফতোয়ায়ে আলমগিরি, পৃষ্ঠা-২৭০)।

২. ইবনে ওমর (রা.) বলেন, কাজা আদায়ের সঙ্গে ফিদইয়া দেয়াও ওয়াজিব। এটা ইমাম শাফেয়ি, আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালেকের অপর মত। তবে গর্ভবতীর বেলায় ফিদইয়া না দিয়ে শুধু কাজা আদায়ের কথা বলেছেন ইমাম মালেক (রহ.)। (কাজী সানাউল্লাহ, তফসিরে মাজাহারি, ১ম খ-, পৃষ্ঠা-৩৬১)।

৩. ইবনে আব্বাস (রা.) বলেন, এমন নারীদের জন্য রোজা নয়, বরং কাফফারা আদায় করা ওয়াজিব। এটা ইবনে ওমরের দুই মতের একমত। (ইবনে কুদামা, আল মুগনি, ৩য় খ-, পৃষ্ঠ-৩৭)।

এ ব্যাপারে সৌদি আরবের গ্রান্ড মুফতি শায়খ আবদুল্লাহ বিন বাজ (রহ.) বলেন, গর্ভবতী এবং দুগ্ধদানকারিণীর বিধান রোগীর বিধানের মতোই। রোজা রাখতে সক্ষম হলে রোজা রাখবে, নতুবা ফিদইয়া দেবে। (আবদুল্লাহ বিন বাজ, মাজমুউল ফতোয়া, ১৫ খ-, পৃষ্ঠ-২২৫)।

মৃত ব্যক্তির কাজা রোজা
রোজা রাখতে অক্ষম বা সক্ষম ব্যক্তির পক্ষ থেকে জীবিত অবস্থায় অন্য কেউ রোজা রাখতে পারবে না- এ ব্যাপারে সবাই একমত। তবে মৃত ব্যক্তির অনাদায়ী রোজা তার পক্ষ থেকে অন্য কেউ রাখতে পারবে কিনা এ ব্যাপারে ফকিহদের মাঝে মতভেদ রয়েছে। সাইয়্যেদ সাবেক ফিকহুস সুন্নাহয় দুই মত উল্লেখ করেছেন।

১. ইমাম আবু হানিফা ও মালেকসহ অধিকাংশ আলেমের মত এবং ইমাম শাফেয়ির প্রসিদ্ধ মত হলো, তার পক্ষ থেকে তার ওলি (অভিভাবক) রোজা রাখবে না বরং প্রতিদিন এক মুদ করে খাদ্য প্রদান করবে।

২. শাফেয়ি মাজহাবের মনোনীত মত হলো, ওলির জন্য তার পক্ষ থেকে রোজা রাখা মুস্তাহাব এবং এতে মৃত ব্যক্তি অব্যাহতি পাবে। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসুল (সা.) এর কাছে এলো এবং বলল, হে আল্লাহর রাসুল (সা.) আমার মা এক মাসের রোজা অনাদায়ী রেখে মারা গেছেন। আমি কি তার পক্ষ থেকে কাজা করব? রাসুল (সা.) বললেন, তোমার মায়ের যদি ঋণ থাকত তা কি তুমি শোধ করতে না? তিনি বললেন অবশ্যই!

রাসুল (সা.) বললেন, ‘তাহলে আল্লাহর ঋণ পরিশোধ করা সর্বাধিক অগ্রগণ্য।’ (মুসলিম, মুসনাদে আহমাদ, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ)। মুসলিম শরিফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নববি (রহ.) বলেছেন, এ মতটিই বিশুদ্ধ ও গ্রহণযোগ্য। ওলির অনুমতিতে কোনো আত্মীয় মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজা আদায় করলে শুদ্ধ হবে, নতুবা শুদ্ধ হবে না। (সাইয়্যেদ সাবেক, ফিকহুস সুন্নাহ, ১ম খ-, পৃষ্ঠা-৩৮৬-৮৭)।

এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী

কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায়  ভয়াবহ রূপ ধারণ করেছে।  মানুষজনবিস্তারিত পড়ুন

এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী

এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সাবেকবিস্তারিত পড়ুন

কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর

কক্সবাজারে পাহাড় ধসে মারা গেলেন মসজিদের এক মুয়াজ্জিন এবং তারবিস্তারিত পড়ুন

  • গুরুতর অসুস্থ কে এম সফিউল্লাহ
  • সৌদি আরবে হজ পালনের সময় অন্তত ১৯ জনের মৃত্যু
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • রাজধানীর পান্হপথে ৮০ কোটি টাকার খাসজমি উদ্ধার
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • বসুন্ধরা আবাসিক এলাকায় এক বাসার রান্নাঘরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪
  • বাজেট হয় কাগজে কলমে, প্রতিফলন নেই সমাজে
  • রাজধানীতে স্বস্তির বৃষ্টি
  • ভেঙে যাচ্ছে সুন্দরবনের উপকূলীয় এলাকা
  • ঢাকার প্রাকৃতিক জলাশয় রক্ষায় উদ্যোগ গ্রহণ করা হয়েছে: বিভাগীয় কমিশনার
  • রাজধানীতে পিস্তল লোড-ডাউনলোডের সময় অস্ত্রের দোকানের কর্মচারী গুলিবিদ্ধ
  • গাজীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় নিহত ২