রাজকীয় সংবর্ধনা: ডিসির বিরুদ্ধে ব্যবস্থা চায় দুদক

রাজার পোশাক পড়ে ব্যয়বহুল বিদায়ী সংবর্ধনা গ্রহণ করা ময়মনসিংহের সাবেক জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৫ সেপ্টেম্বর) কমিশনের এক সভার সিদ্ধান্ত অনুসারে মুস্তাকিম বিল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর শিগগির চিঠি দেবে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
দুদকের উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র বলছে, সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসারে- ময়মনসিংহের বিদায়ী ডিসি মুস্তাকিম বিল্লাহ ও তার স্ত্রী রাজা-রানি সেজে মঞ্চে স্থাপিত ‘সিংহাসন’ এ আসীন হয়ে রাজকীয় সংবর্ধনা গ্রহণ করেছেন।
কোনো সংবর্ধনায় ঘোড়ার পিঠে চড়েন সাবেক এই ডিসি, আবার উপহার হিসেবে সোনার কোটপিনও পেয়েছেন। গত ঈদের আগে ও পরে মোট ৩৫ টি সংবর্ধনা গ্রহণ করেছেন তিনি, যা বেশ ব্যয়বহুল।
নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, দুদক মনে করে ডিসির এ ধরনের সংবর্ধনা গ্রহণ প্রকৃতপক্ষে দুর্নীতিকে উস্কে দেওয়া।
সূত্র আরও জানায়, সভার সিদ্ধান্ত অনুসারে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ১৭ ধারার (ছ ও ট) উপ ধারা অনুসারে ডিসির বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হবে।
এই আইনের উপধারা ‘ছ’ তে বলা আছে, দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার ব্যবস্থা করা।
আর ‘ট’ তে বলা হয়েছে, দুর্নীতি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বিবেচিত অন্য যে কোনো কার্য সম্পাদন করা।
ব্যয়বহুল সংবর্ধনা গ্রহণ করা মুস্তাকিম বিল্লাহ ফারুকীর বিরুদ্ধে আইন মোতাবেক অনুসন্ধান ও তদারকি করতে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে কমিশনের ডিজি (বিশেষ) মো. আসাদুজ্জামানকে নিয়োগ করা হয়েছে।
ময়মনসিহংসের ডিসি মুস্তাকিম বিল্লাহ ফারুকী সরকারি এক আদেশে গত ১৮ সেপ্টেম্বর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে প্রায় সাড়ে তিন বছর ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বদলির নিশ্চিত হওয়ার পর গত ৩ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে ৩৫টি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এসব অনুষ্ঠানের কয়েকটিকে তার স্ত্রীও অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন