শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাজনৈতিক পরিস্থিতি উন্নতির শর্ত দিল ইইউ

আগামীতে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ইউরোপে বাণিজ্যিক বিশেষ সুবিধা পেতে শর্ত হিসেবে দেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি উন্নতির শর্ত দিয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের বাণিজ্যবিষয়ক প্রতিনিধিদল।

তবে প্রতিনিধিদলটি পরবর্তী নির্বাচন কমিশনের ব্যাপারে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, যা হবে সংবিধান অনুযায়ী হবে।

রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী বাংলাদেশের কারখানাগুলোর পরিস্থিতি কি, তা দেখা এবং বোঝার জন্য এসেছে ইইউ পার্লামেন্টের আন্তর্জাতিক ট্রেড কমিটির প্রতিনিধিদল, যাদের প্রতিবেদনের ওপর ইউরোপে বাংলাদেশের রপ্তানির অনেক কিছুই নির্ভর করে। তবে ওই প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার ঢাকায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আলোচনা করলেন ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা (জিএসপি প্লাস) নিয়ে।

বাংলাদেশ যখন ২০২১ সালে স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে, তখন ইউরোপে পণ্যের শুল্ক মুক্ত রপ্তানি সুবিধা অর্থাৎ জিএসপি সুবিধা আর পাবে না। তখন এ ধরনের সুবিধা পেতে হলে জিএসপি প্লাস নামের আরেক ধরনের সুবিধা আদায় করে নিতে হবে কিছু শর্ত পূরণের মধ্য দিয়ে।

এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘জিএসপি প্লাস পেলে আমরা এখন যে সুবিধা পাই সেটার মতোই সুবিধা পাব। কিন্তু তাদের উত্তর হলো, জিএসপি সুবিধা পেতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হবে। তার উত্তরে আমি বলেছি, বাংলাদেশ এমন একটি দেশ যে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।’

তবে জিএসপি প্লাস সুবিধা আদায়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে বাংলাদেশকে এমন ২৭টি শর্ত পূরণ করতে হবে, যার অনেক কিছু দেশের রাজনীতি, মানবাধিকার ও নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট।

ইইউ পার্লামেন্টের আন্তর্জাতিক ট্রেড কমিটির চেয়ারম্যান বার্ন্ড ল্যাং বলেন, ‘ইইউ পার্লামেন্টের একটি স্পষ্ট দিকনির্দেশনা বাণিজ্যকে কেবল বাণিজ্য হিসেবে দেখলে চলবে না। এটাকে দেখতে হবে নিজেদের এবং যাদের সঙ্গে বাণিজ্য করা হচ্ছে উভয় সমাজের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করার হাতিয়ার হিসেবে। সে বিষয়টি প্রতিফলিত হচ্ছে জিএসপি প্লাসে। জিএসপি প্লাসের ২৭টি শর্তে জোর দেওয়া হয়েছে উন্নত গণতন্ত্র, শ্রমিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং নিরাপত্তার মতো বিষয়টি। খুবই দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে কিছুদিন আগে সন্ত্রাসী হামলায় ইউরোপের অনেক মানুষও নিহত হয়। এসব ব্যাপারে অবশ্যই কাজ করতে হবে জিএসপি প্লাস সুবিধা পেতে। আমরা ঐকমত্যে পৌঁছেছি যে, জিএসপি প্লাসের শর্তের ব্যাপারে কাজ করা হবে দ্রুততার সঙ্গে।’

আর এসব আলোচনার পরিপ্রেক্ষিতে ইইউ প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর কাছে বুঝতে চাইলেন পরবর্তী নির্বাচন কমিশন নিয়ে সরকার কী ভাবছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ আমাদের সংবিধান অনুসারেই আমাদের নির্বাচন কমিশন গঠিত হবে। সুতরাং সংবিধানে যা আছে, মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে সেই সংবিধান অনুসারেই নির্বাচন কমিশন গঠিত হবে।’

তবে সংবিধান অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন দেশে কার্যকর গণতন্ত্র আনতে কতটা ভূমিকা রাখবে তা জানা না থাকলেও বাংলাদেশকে আগামীতে জিএসপি প্লাস সুবিধা পেতে অন্যতম শর্ত হিসেবে কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা প্রয়োজন। এটাই স্পষ্ট হলো প্রতিনিধিদলের বক্তব্য থেকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল