রাজন হত্যা : কামরুলকে ফিরিয়ে আনা হচ্ছে বৃহস্পতিবার
সিলেটের শিশু শেখ সামিউল ইসলাম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার সকল প্রস্তুতি শেষ হয়েছে। সৌদি সরকারের সহায়তায় বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত কামরুল ইসলামকে নিয়ে দেশে ফিরবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিকেলে এক বার্তায় জানায়, শিশু শেখ সামিউল ইসলাম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে আদালতের মুখোমুখি করতে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর এবং সৌদির বাংলাদেশ মিশন একযোগে কাজ করছে। প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে।
সৌদিতে বসবাসরত প্রবাসীরা প্রধান আসামি কামরুল ইসলামকে আটক করতে সহায়তা করেছেন। প্রবাসীরাই কামরুলকে চিহ্নিত করে গত ১৩ জুলাই সৌদি আরবের পুলিশের কাছে হস্তান্তর করেন।
আলোচিত এই শিশু হত্যা মামলার অভিযুক্ত আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ পুলিশের তিন কর্মকর্তা বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার অভিযুক্তকে নিয়ে দেশে ফিরবেন পুলিশের কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযুক্ত কামরুল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব সহায়তা করায় বাংলাদেশ সরকার দেশটির প্রতি কৃতজ্ঞ।
অভিযুক্ত কামরুলকে দেশে ফিরিয়ে আনতে রবিবার রাতে সৌদি আরব যান বাংলাদেশ পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এ এফ এফ নেজাম উদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?
চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন
‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান
শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে
আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন