শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

জঙ্গি হামলার ঘটনায় ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর ঝুঁকির মুখে পড়েছিল। শেষ পর্যন্ত বিসিবি ও বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হয়ে গত ২৫ আগস্ট ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশে সফরে আসার ঘোষণা দেয়।

সেই ঘোষণার ধারাবাহিকতায় তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে শুক্রবার রাত ৮টা ৫ মিনিটে বাংলাদেশে পৌঁছাবে ইংল্যান্ড দল।

আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে ১২ অক্টোবর।

ওই ভেন্যুতেই ২০ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৮ অক্টোবর থেকে।

টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। ওয়ানডের আগে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে সে ম্যাচটি হবে ৪ অক্টোবর।

সফরে ইংল্যান্ড দলের নিরাপত্তার জন্য সব রকমের ব্যবস্থাই নিয়েছে বাংলাদেশ। ঢাকা ও চট্টগ্রামে অতিথি ক্রিকেট দলের অবস্থানকারী হোটেল, মাঠ এবং মাঠ-হোটেল যাওয়া-আসার পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা।

নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বৃহস্পতিবার রাতেই ঢাকায় পৌঁছে গেছে রেগ ডিকাসনের নেতৃত্বাধীন ইসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দল।

তবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস পেয়েও বাংলাদেশ সফরে আসতে অস্বীকৃতি জানিয়েছেন এউইন মরগান। তার পরিবর্তে ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জস বাটলার। আর কাঁধের চোট পুরোপুরি না সারায় শেষ পর্যন্ত সিরিজ থেকে ছিটকে পড়েছেন জেমস অ্যান্ডারসন। অ্যাঙ্কেলের চোটের জন্য ছিটকে পড়েছেন আরেক পেসার মার্ক উডও। তাদের জায়গায় দলে ঢুকেছেন স্টিভেন ফিন ও জ্যাক বল।

এদিকে শনিবার সিরিজের শেষ ওয়ানডে খেলে আফগানরা দেশে ফিরবে ২ অক্টোবর।

ওয়ানডের ইংল্যান্ড দল : জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেইক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস ও স্টিভেন ফিন।

টেস্টের ইংল্যান্ড দল : অ্যালেস্টার কুক, মঈন আলী, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, জেইক বল, গ্যারি ব্যালান্স, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস ও ক্রিস ওকস।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির