রানা প্লাজা ভবন মামলার চার্জশিট গ্রহণের শুনানি পিছিয়েছে
রানা প্লাজা ভবন ধসের মামলায় ভবন মালিক সোহেল রানার বিরুদ্ধে চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি পিছিয়ে আাগামি ৮ জুলাই ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার সিনিয়ার জুডিশিয়াল মেজিস্ট্রেট মো. শাহিনুর রহমান নতুন এ তারিখ ধার্য করেন। আজ ভবন ধসের মামলায় চার্জশিট গ্রহনের শুনানির দিন ধার্য ছিলো। তবে কারা কর্তৃপক্ষ সোহেল রানাকে আদালতে হাজির না করায় শুনানির তারিখ পেছানো হয়।
একই সঙ্গে সোহেল রানাকে কেন আদালতে হাজির করা হলো না এ ব্যাপারে কারা কর্তৃপক্ষকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে এ মামলায় তিনজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও সরকারি মঞ্জুরি আদেশ না পাওয়ার কারণে তাদের চার্জশিটভুক্ত করা যায়নি। তাদের বিরুদ্ধে মঞ্জুরি আদেশ দেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিতে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে আবেদন করা হয়।
আদালত এ আবেদনের ওপর শুনানি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, মামলাটিতে গত ১জুন সোহেল রানাসহ ৪২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে সিআইডি। চার্জশিটভুক্ত ৪২ জনের মধ্যে ২৬ জন পলাতক আছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন