বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রাষ্ট্রের সংস্কার করে নির্বাচনের জন্য অনূকূল পরিবেশ তৈরি করবে সরকার: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকারকে জনগণই বসিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে, রাষ্ট্রের যে বিশাল ক্ষতিসাধন করা হয়েছে তার সংস্কার করা। রাষ্ট্রের যেসব জায়গায় ক্ষতি করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে তারা এগুলোর পুনর্বিন্যাস করবেন। নির্বাচনের জন্য একটা অনূকূল পরিবেশ তৈরি করবেন।’

শুক্রবার বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা এই আয়োজন করে।

জামায়াত আমির বলেন, ‘যখনই অনূকূল পরিবেশ তৈরি হয়ে যাবে, তখন একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা আবার নিজ নিজ জায়গায় চলে যাবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলো করার জন্য যতটুকু মিনিমাম সময় দেওয়ার প্রয়োজন আমরা সেটা দেবো। আমরা এ কথা বারবার বলেছি।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের আকাশ এখনও কালো মেঘমুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে শকুনের নজর রয়েছে। আমাদেরকে এখনো আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। বাংলাদেশের মানুষকে হয়তো এখনো অনেক ত্যাগ স্বীকার করতে হবে।

সামাজিক সু বিচার থেকে বাংলাদেশের মানুষ একেবারেই বঞ্চিত মন্তব্য করে জামায়াত আমির বলেন, শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিয়ে সুবিচার প্রতিষ্ঠা হবে না। প্রত্যেকটা পরিবার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সুবিচার কায়েম করবো। এই সুবিচার কায়েম না করতে পারলে স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সাধ উপভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন সুবিচার প্রতিষ্ঠা করা এই জাতির দায়িত্ব।

জামায়াতের আমির বলেন, শেখ হাসিনা সরকার বিচারের নামে প্রহসন করেছে। দেশের বরেণ্য ব্যক্তিদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে। আমাদের শতশত ভাইদেরকে হত্যা করেছে। তারা জনগণের উপর স্ট্রিম রোলার চালিয়েছে। তারা রাষ্ট্র যন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। জামায়াত ইসলামীসহ অন্যান্য বিরোধী দলগুলোকে আঘাত করা হয়েছে।

জামাতের নেতাকর্মীদের বাড়িতে বুলডোজার চালানো হয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, তারা জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছে। ছাত্রশিবিরকেও নিষিদ্ধ করেছে। তারা ছাত্র-সমাজের আন্দোলনকে ব্যর্থ করার অনেক অপকৌশল চালিয়েছে। কিন্তু জামায়াত তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। যেসব ভাইয়েরা আন্দোলন করতে গিয়ে মারা গেছেন, আহত হয়েছেন তাদের আমানত আজকের এই বিজয়।

পেশাজীবী পরিষদ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মো. সেলিম উদ্দীন, আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং অ্যাসোশিয়েসন বাংলাদেশের (রিহ্যাব) ডিরেক্টর ওবায়দুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী তাহা মোল্লা, কৃষিবিদ প্রফেসর আব্দুল হান্নানসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত