রিপোর্টারকে ডেটিং এর প্রস্তাব দেয়ায় ক্রিস গেইলের জরিমানা

টেলিভিশনে লাইভ ইন্টারভিউ দেয়ার সময় মহিলা টিভি রিপোর্টারকে ডেটিং এর প্রস্তাব দিয়েছিলেন ওয়েষ্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। এজন্যে ‘অসঙ্গত আচরণের’ অভিযোগে এখন তাকে দশ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করা হয়েছে।
ক্রিস গেইল গতকাল সোমবার টিভি সাংবাদিক মেল মিকলকলিনকে এই সাক্ষাৎকার দেন। টেলিভিশনে তাৎক্ষণিক প্রচারিত এই সাক্ষাৎকারের এক পর্যায়ে ক্রিস গেইল তাকে বলেন, “তোমার চোখ জোড়া প্রথম বারের মতো দেখতে পেয়ে ভালো লাগছে। আশা করি আমরা এর পর একসঙ্গে ড্রিংক করতে যেতে পারি। লজ্জায় রাঙা হয়ে উঠো না।”
ক্রিস গেইলের এই কান্ড নিয়ে সমালোচনার ঝড় উঠে। এজন্যে অবশ্য তিনি ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি বলছেন, তার ডেটিং এর প্রস্তাব নিয়ে যে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে তা একটু বাড়াবাড়ি।
ক্রিস গেইল ‘মেলবোর্ণ রেনিগেডস’ দলের হয়ে খেলেন। তার দল গতকালের টি টুয়েন্টি ম্যাচে ‘হবার্ট হারিকেনকে’ পাঁচ উইকেটে হারায়।
এই ম্যাচের পরই ক্রিস গেইল অস্ট্রেলিয়ার নেটওয়ার্ক টেন টেলিভিশনের মেল মিকলকলিনকে এই সাক্ষাৎকার দেন।
একজন সুপরিচিত মহিলা ক্রীড়া সাংবাদিককে এভাবে লাইভ টেলিভিশনে ডেট করার প্রস্তাব দিয়ে ক্রিস গেইল বিতর্কের ঝড় তোলেন।
অনেকেই তাঁর এই আচরণকে ‘সেক্সিষ্ট’ বলে নিন্দা করে।
মেল মিকলকলিন বলেন, “ক্রিস গেইলের এই আচরণে তিনি কিছুটা হতাশ হয়েছেন, লাইভ টেলিভিশনে তিনি এরকম কথাবার্তার অংশ হতে চান না।”
তবে ক্রিস গেইল বলেছেন, তিনি মিকলকলিনকে অপমান বা কোন অশ্রদ্ধা দেখানোর উদ্দেশ্যে একথা বলেননি। এজন্যে যদি মিকলকলিন আঘাত পেয়ে থাকেন, সেজন্যে তিনি দু:খ প্রকাশ করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন