মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রিয়াজের জন্য অপেক্ষা করবে ‘কৃষ্ণপক্ষ’

চিত্রনায়ক রিয়াজের অংশ ছাড়া ‘কৃষ্ণপক্ষ’ ছবির সব অংশের শুটিং শেষ হয়েছে গতকাল। গভীর রাত পর্যন্ত চলে ছবির শুটিং। গত সোমবার শুটিংয়ের সময় রিয়াজ হঠাৎ অসুস্থ হয়ে যান। পরে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সেদিনই অস্ত্রোপচার করে হুৎপিণ্ডের একটি ব্লকে রিং পরানো হয়। এমন অবস্থায় রিয়াজের পক্ষে শুটিং করা সম্ভব নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তাই ‘কৃষ্ণপক্ষ’ ছবির পরিচালক মেহের আফরোজ শাওন বলেন, রিয়াজ পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাঁর অংশের শুটিং করা হবে। শাওন গণমাধ্যমে আরো বলেন, রিয়াজ ভাইয়ের কিছু দৃশ্য ছাড়া ছবির নব্বই ভাগ কাজ শেষ। ছবির ডাবিংয়েরও কাজও অনেক এগিয়ে রয়েছে।

এদিকে, গত মঙ্গলবার রিয়াজের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তাঁকে এক সপ্তাহের বেশি হাসপাতালে থাকতে হবে। এক মাস পুরোপুরি বিশ্রাম করার পর তিনি আবার কাজ করতে পারবেন।’

যদি রিয়াজকে এক মাসের বিশ্রাম নিতে হয় তাহলে ‘কৃষ্ণপক্ষ’ ছবির মুক্তির তারিখ পেছাতে হবে বলেই মনে করছেন ছবির সংশ্লিষ্টরা। এমন কথাই বলেছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। তিনি এ ছবিতে মিরু চরিত্রে অভিনয় করেছেন। মৌটুসী বলেন, ‘রিয়াজ ভাইকে ছাড়া আমরা কাল শুটিং করেছি। আমার অংশের শুটিং শেষ। আমরা সবাই দ্রুত রিয়াজ ভাইয়ের সুস্থতা কামনা করছি। শুটিংয়ের সময় যতটুকু সবার আলাপে শুনেছি তা হলো, রিয়াজ ভাই সুস্থ না হওয়া পর্যন্ত ছবির বাকি কাজ বন্ধ থাকবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রিয়াজের বাকি দৃশ্যগুলোর শুটিং করা হবে বলে জানিয়েছেন পরিচালক মেহের আফরোজ শাওন। এতে ছবি মুক্তি দেওয়ার তারিখও যদি পেছাতে হয়, তাই করবেন তিনি।

বোঝাই যাচ্ছে কৃষ্ণপক্ষের পুরো ইউনিটই আসলে অপেক্ষা করবে রিয়াজের জন্য। তিনি সুস্থ হলেই কাজ শুরু হবে এবং নতুন করে ঘোষণা করা হবে ছবিটির মুক্তির তারিখ। এর আগে জানানো হয়েছিল ‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পাবে আগামী ১৩ নভেম্বর।

বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন চিত্রনায়ক রিয়াজ। তাঁর সঙ্গে পরিবারের সদস্যরা রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত