রিয়াল ভক্তের হাত ভেঙ্গে দিলেন মেসি (ভিডিও সহ)
স্প্যানিশ লা লিগায় ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচে ২-২ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা।
তবে কাতালান ক্লাবটি দুটি গোল করে সমতায় থাকলেও ওই ম্যাচে গোল পাননি দলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। তাই গোলের জন্য গত রোববারের ম্যাচটিতে এক প্রকার ক্ষুধার্ত ছিলেন আজেন্টাইন অধিনায়ক।
ভিলারিয়ালের বিপক্ষে ওই ম্যাচে মেসির একটি জোরালো শট প্রতিপক্ষের গোলবারের উপর দিয়ে গ্যালারিতে আছড়ে পড়ে। মেসির ছুড়ে দেওয়া ওই বল এক রিয়াল মাদ্রিদ ভক্তের হাতে লাগে। বার্সা সুপারস্টারের ওই দ্রুত গতির শটে হাতের কব্জি ভেঙ্গে গেছে বলে অভিযোগ করেন রিয়ালের ওই মহিলা সমর্থক।
টেলিভিশন ক্যামেরা দেখা যায় এল মাদ্রিগালে মেসির শট এক মহিলার হাতে কব্জিতে আঘাত করে। পরে স্টেডিয়ামের মেডিকেল টিম তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তবে নিজের ওই বলের আঘাতের জন্য তখনই দুঃখ প্রকাশ করেন মেসি।
ভিলারিয়ালের বিপক্ষে ড্রয়ের দুই ঘন্টা পর সেভিয়াকে হারায় রিয়াল মাদ্রিদ। টিভি সেটের সামনে হাতে প্লাস্টার নিয়ে ওই ম্যাচটি উপভোগ করতে দেখা যায় রিয়াল ওই সমর্থককে। তিনি সাক্ষাৎকারে নিজেকে রিয়াল ও ক্রিস্টিয়ানোর রোনালদোর বড় ভক্ত বলে জানান।
সেখানে উপস্থিত সাংবাদিককে মজা করে ওই মহিলা বলেন, ‘আমি রিয়াল এবং রোনালদোর ভক্ত বলেই মেসি আমার হাত ভেঙ্গে দিয়েছে।’
মেসির বলের আঘাতে কজিতে চোট পাওয়া ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেছে বার্সেলোনা কতৃপক্ষ। তাকে ন্যু ক্যাম্পে গিয়ে খেলা দেখার আমন্ত্রণ জানায় কাতালান ক্লাবটি।
https://youtu.be/yov8HRY5bPs
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন