রিয়েলেই শ্লীলতাহানির শিকার যে ৬ বলি-সুন্দরী
রিল লাইফে চরিত্রের খাতিরে প্রায়ই দেখা যায় শ্লীলতাহানির শিকার হচ্ছেন নায়িকারা। তবে পর্দার বাইরেও অনেক সময় যৌন নির্যাতিত হয়ে থাকেন তাঁরা। দেখে নেব এমন কিছু বলি-সুন্দরীদের যাঁরা শ্লীলতাহানির শিকার।
সোনাক্ষী সিনহা: ২০১০ সালে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন সোনাক্ষী সিনহা। যেখানে হাজির ছিলেন অনেক সাংবাদিকরাও। তাদের মধ্যে থেকেই একজন সাংবাদিক সোনাক্ষীর গায়ে খারাপ ভাবে হাত দেয়।
সোমি আলি: মাত্র পাঁচ বছর বয়সেই শ্লীলতাহানির শিকার হন সোমি আলি। বাড়ির লোকের হাতেই হয়েছিল তাঁর এই পরিণতি৷ এমনকি পাকিস্তানী অভিনেত্রী জানিয়েছেন, ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেই তিনি বড় হয়ে উঠেছেন৷ তাঁর মা ও মায়ের বন্ধুদেরও নির্যাতনের শিকার হতে দেখেছেন৷
ক্যাটরিনা: একবার কলকাতায় দুর্গা পূজার সময় এসেছিলেন নায়িকা। সেই সময় ভিড়ের মধ্যে পড়ে শ্লীলতাহানির শিকার হন ক্যাট।
বিপাশা বসু: ‘রাজ থ্রি’ ছবির প্রচারে আমেদাবাদ গিয়েছিলেন বিপাশা। যেখানে একটি লোক নায়িকার স্কার্ট টেনে ধরে।
সেলিনা জেটলি: ২০০৫ সালে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর শরীরে খুব খারাপ ভাবে হাত দেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন নায়িকা।
মিনীশা লাম্বা: একটি ম্যাগাজিনের ফটো-শুট করতে গিয়ে গোয়া বীচে শ্লীলতাহানির শিকার হন মিনীশা।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন