রেকর্ডের লক্ষ্যে নাওয়া-খাওয়া ছেড়ে সেলফিতে মন
কে বলে সেলফি শুধু মেয়েরাই তুলতে পারে? এই ধারনা বদলে দিল হায়দরাবাদের যুবক ভানু প্রকাশ রাচা। এক ঘণ্টায় ১৮০০ সেলফি তুলে গিনেস বুকে নাম তুলতে চলেছেন তিনি। এর আগে এক ঘণ্টায় ১৪৪৯ টা সেলফি তোলার রেকর্ড ছিল প্যাট্রিক পিটারসনের।
চলতি বছরের মে মাসে ভানু জানতে পারেন, তিন মিনিটে ১০৫ টা সেলফির রেকর্ড করেছেন ডয়েন জনসন। সেখান থেকেই অনুপ্রাণিত হন তিনি। প্রথমে সেই রেকর্ড ভেঙে তিন মিনিটে ১২০ টি সেলফি তোলেন তিনি।
এরপর সেলফি ক্যাটাগরির রেকর্ড নিয়ে পড়াশোনা করে জানতে পারেন প্যাট্রিকসনের রেকর্ডের কথা। এরপরই আবেদন জানান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের দফতরে। আবেদন গ্রহণ করা হয়।
চাকরি ছেড়ে সেলফি তোলায় ফোকাস করেন তিনি। রেকর্ড ভাঙার জন্য সবরকম চেষ্টায় মন দেন ভানু। দিন শুরু করতেন সেলফি তুলে, শেষও করতেন সেলফি তুলে।
তিন বছর আগে যখন ভাইয়ের কাছ থেকে প্রথম সেলফি ফোন উপহার পেয়েছিলেন তখন থেকেই সেলফি প্রেম ভানুর। এখনও পর্যন্ত ঘণ্টায় ১৭০০ সেলফি তুলতে পারেন তিনি। খুব শীঘ্রই তুলে ফেলবেন ১৮০০ সেলফি।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন