রেকর্ডের সামনে ধোনি

রেকর্ডের অপেক্ষায় আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ডের হাতছানি তার সামনে। আর সেটি হয়ে যেতে পারে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ব্যাটসম্যানের পিছনে দাঁড়িয়ে মাত্র একটি ক্যাচ বা স্টাম্পিং করতে পারলেই রেকর্ড গড়বেন তিনি।
২০০৬ সাল থেকে টি২০ খেলছেন ধোনি। এর মধ্যে ৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাতে ৩৯টি ক্যাচ ধরেছেন। স্টাম্পিং করেছেন ২১টি। মোচ ৬০টি ডিসমিসাল নিয়ে পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমলের সাথে যৌথভাবে শীর্ষে আছেন ধোনি। এই ম্যাচে আর একটি মাত্র আউট করতে পারলেই আকমল কে ছাড়িয়ে যাবেন ভারতীয় অধিনায়ক।
কামরান পাকিস্তান দলে এখন নিয়মিত না। কবে দলে ফিরবেন তাও বলা যাচ্ছে না। ফলে রেকর্ডটি নিয়ে দীর্ঘ দিন নিশ্চিন্তে থাকতে পারবেন ধোনি। তালিকায় তাদের পরের স্থানে আছেন ক্যারিবীয় তারকা দিনেশ রামদিন। তার ডিসমিসালের সংখ্যা ৫০টি। ৪৫টি ডিসমিসাল নিয়ে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন