বুধবার, অক্টোবর ৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রেকর্ডের হাতছানিতে রোনালদো, থাকছে ‘অ্যাতলেতিকো ফাঁস’

স্প্যানিশ লা লিগার রাতের ম্যাচে মাঠের লড়াইয়ে নামছে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ‘মাদ্রিদ ডার্বি ম্যাচ’ নিয়ে হইচই পড়ে গেছে আরও আগে থেকেই। এই ম্যাচের মধ্যদিয়ে রিয়ালের প্রাণভোমরা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক রেকর্ড গড়ে ফেলতে পারেন।

শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটায় অ্যাতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে আতিথ্য নেবে জিনেদিন জিদানের শিষ্যরা। ভিসেন্তে কালদেরনের এটিই হতে যাচ্ছে শেষ মাদ্রিদ ডার্বি। আগামী মৌসুম থেকে নতুন মাঠ লা পিয়েনেতায় চলে যাবে অ্যাতলেতিকো মাদ্রিদ।

চলতি মৌসুমে ক্লাবের হয়ে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি রোনালদো। রিয়ালের হয়ে খেলা সবশেষ ৫ ম্যাচের চারটিতেই গোল পাননি তিনি। তার সামনে এই ম্যাচে থাকছে রেকর্ডের হাতছানি। অ্যাতলেতিকোর বিপক্ষে আর মাত্র দুটি গোল করলেই নগর প্রতিবেশীদের বিপক্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করবেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। অ্যাতলেতিকোর বিপক্ষে এ পর্যন্ত রিয়ালের হয়ে সর্বোচ্চ ১৭টি করে গোল করেছেন আলফ্রেডো ডি স্তেফানো ও সান্তিয়াগো বার্নাব্যু। অ্যাতলেতিকোর বিপক্ষে ২৫ ম্যাচে ১৫ গোল করেছেন রোনালদো।

তবে, মাঠে নামার আগে লা লিগায় অ্যাতলেতিকোর বিপক্ষে কিছুটা অস্বস্তি নিয়েই থাকবে রিয়াল। লিগের শেষ ৬ ম্যাচের একটিতেও জেতেনি রিয়াল; চারটিতে হেরেছে তারা ও দুটি ম্যাচ ড্র হয়েছে। অবশ্য এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুইবার মুখোমুখি হয়ে দুইবারই শিরোপা নিশ্চিত করে রিয়াল।

চলতি মৌসুমে ১৫ ম্যাচে মাত্র ৯ গোল খাওয়া দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো নিজেদের প্রিয় মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে ‘শেষ কালদেরন ডার্বি’টা জিততে মরিয়া। এদিকে, জিদানের দলও চাইবে লা লিগায় অ্যাতলেতিকো ‘ফাঁস’ খুলতে। লিগে ২০১৩ সালের পর অ্যাতলেতিকোকে হারাতে পারেনি রিয়াল।

অ্যাতলেতিকোর হয়ে অনুশীলনে ফিরেছেন দলের সেরা তারকা অ্যান্তোতি গ্রিজমান। এদিকে, রিয়ালের হয়ে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন মিডফিল্ডার কাসিমেরো। তবে, চোট কাটিয়ে ফিরতে পারেন টনি ক্রুস। দলের অনুশীলনে যোগ দিয়েছেন করিম বেনজেমা এবং সার্জিও রামোস।

নিজেদের সবশেষ ৫ ম্যাচের তিনটিতে জিতেছে অ্যাতলেতিকো আর চারটিতে জিতেছে রিয়াল। দুটি ম্যাচে সিমিওন শিষ্যরা হারলেও জিদার শিষ্যরা এক ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে। সব ধরনের প্রতিযোগিতায় মুখোমুখি দেখায় দুই দলের সবশেষ ৫ ম্যাচের দুটিতে জিতেছে রিয়াল আর একটিতে জিতেছে অ্যাতলেতিকো। বাকি দুটি ম্যাচ ড্র হয়।

১১ ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ সর্বোচ্চ ২৭ পয়েন্ট। ১১ ম্যাচ খেলা বার্সার সংগ্রহ ২৫ পয়েন্ট, অবস্থান দুইয়ে। তিন নম্বরে থাকা ভিয়ারিয়াল সংগ্রহ করেছে ২২ পয়েন্ট। আর দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোর সংগ্রহ ২১ পয়েন্ট, অবস্থান চার নম্বরে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা