‘রেকর্ড ভাঙ্গার’ মিশনে দুই বাংলায় অঙ্গার
অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত দুই বাংলার যৌথ প্রযোজনায় বিগ বাজেটের ছবি ‘অঙ্গার’ সারাদেশে মুক্তি পেয়েছে।
আজ শুক্রবার ‘অঙ্গার’ ছবিটি সারাদশের ৮৭টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি দেওয়া হবে। ছবিটির বাংলাদেশী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে তারকাবহুল এ ছবিতে ওপার বাংলার নায়ক ওমের বিপরীতে চিত্রনায়িকা হিসেবে ঢাকাই ছবিতে অভিষেক হচ্ছে নবাগতা ফাল্গুনী রহমান জলির। ছবি মুক্তির আগেই অভিনয় দিয়ে পরিচালক ও প্রযোজনা কর্তৃপক্ষকে খুশি করে আলোচনায় এসেছেন জলি।
সেইসঙ্গে চলচ্চিত্র অন্যান্য প্রযোজক বোদ্ধারাও ‘অঙ্গার’ ছবির টিজার ও প্রকাশ হওয়া কিছু গান দেখে প্রত্যাশা করছেন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেই আসছেন জলি।
ছবিটির কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজও দারুণ আশাবাদী ‘অঙ্গার’ নিয়ে। জানা গেছে, ওপারেও শতাধিক হলে এটি মুক্তি পাবে। পাশাপাশি জাজ ও এসকে মুভিজ থেকে বলা হচ্ছে, গেলো ১০ বছরের বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জলি ও ওম’র’ অঙ্গার’।
‘অঙ্গার’ ছবির চিত্রনাট্য সাজিয়েছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরো অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মূখার্জি ও অমিত হাসানসহ আরো অনেকে। ছবির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা ও আকাশ।
অঙ্গার ছবির এক ঝলক চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য
https://youtu.be/sW196XwpwUQ
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন