রেল পুলিশের ধাক্কায় অ্যাথলেটের মৃত্যু
রেল পুলিশের ধাক্কায় ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো ভারতের উত্তর প্রদেশের জাতীয় ফেন্সিং চ্যাম্পিয়ন হোশিয়ার সিংয়ের। ২০০৫ সালে অনূর্ধ্ব-১৭ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন হোশিয়ার সিং। বহস্পতিবার মা ও স্ত্রীর সঙ্গে মথুরা থেকে নিজের গ্রাম কাসগঞ্জ ফিরছিলেন হোশিয়ার সিং।
মা ও স্ত্রীকে নারী কোচে উঠিয়ে দিয়ে নিজে জেনারেল কোচে ওঠেন হোশিয়ার। হঠাৎ স্ত্রী ফোন করে জানান, তিনি অসুস্থ বোধ করছেন। স্ত্রীর ফোন পেয়ে নারী কোচে যান হোশিয়ার সিং। তাকে দেখতে পেয়ে ২০০ টাকা জরিমানা দাবি করে রেল পুলিশ। হোশিয়ার দিতে রাজি না হলে তাকে হেনস্থা করে ধাক্কা মেরে ফেলে দেয় এক পুলিশ।
হোশিয়ারের স্ত্রী জানিয়েছে, “ওরা আমার স্বামীকে ধাক্কা মারে। পুলিশ এসে ওকে জিজ্ঞেস করেছিল নারী কোচে কী করছে। তারপরই ওকে ধাক্কা মারে আর ও পড়ে যায়। আমি চায় ওদের শাস্তি হোক।” পুলিশের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার দাবি করেছে হোশিয়ার সিংয়ের পরিবার। যদিও পুলিসের দাবি, হোশিয়ার ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়েছে।
পুলিস জানায়, পানি খেতে ট্রেন থেকে নেমেছিলেন উনি। ওঠার সময় পা পিছলে গিয়ে আটকে যান তিনি। কিন্তু পরিবার দাবি করছে কেউ তাকে ধাক্কা মেরেছে। ওনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ২০১১ সালে রেল পুলিশের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন জাতীয় স্তরের ভলিবল প্লেয়ার অরুনিমা সিং। ঘটনায় ডান পা হারান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন