শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রোগের কথা নখ বলবে

নখ কাটা ও মসৃণ করার কাজে আমরা সময় ব্যয় করি। তবে নখের অবস্থা কী রকম সেদিকে নজর দিই?
বিশেষজ্ঞদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নখের পরিবর্তন সম্পূর্ণ স্বাস্থ্যের অবস্থা জানান দেবে। নখ দেখেই আমরা বুঝতে পারব কী ধরনের সমস্যা হচ্ছে শরীরে।
নখের ওপরে ছিদ্র ভাব

নখের ওপরে ছিদ্র দেখা দিলে বোঝা যাবে কিছুটা বিষণ্ণতায় ভুগছেন আপনি। সোরিয়াসিসে আক্রান্ত রোগীর সাধারণ সমস্যা এটি। টিস্যুর সমস্যা এবং এলোপেসিয়ার রোগেরও লক্ষণ নখের ওপরে ছিদ্রভাব।

ম্লান নখ

যদি আপনার নখে ম্লানভাব থাকে বা মনে হয় কোনো প্রাণ নেই, তাহলে বুঝতে হবে অ্যানিমিয়ায় আক্রান্ত হতে পারেন আপনি। এ ছাড়া এটি ডায়াবেটিস ও লিভার রোগেরও লক্ষণ।

কালো রেখা

আপনি যদি দেখেন উলম্ব আকৃতির কালো রেখা বৃদ্ধি পাচ্ছে নখের ওপর, তাহলে ম্যালানোমায় আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। এটি প্রথমে একটি নখের ওপর হতে পারে। এরপর ধীরে ধীরে নখের পেছনের অংশেও দেখা দিতে পারে।

নীল নখ

যদি আপনার নখে নীলভাব দেখা যায়, তাহলে বুঝতে হবে নখ বেশি অক্সিজেন চাচ্ছে। এটি ফুসফুসের সংক্রমণের অন্যতম কারণ এবং কিছু হৃদযন্ত্রের সমস্যার লক্ষণ।

নখ ফুলে যাওয়া

যদি আপনার আঙুল এবং নখের মাথা বড় হয়ে যায়, বাঁকানো ভাব হয় তবে বুঝতে হবে শরীরে অক্সিজেনের পরিবহন কমে গেছে। পেটের বিভিন্ন রোগ, কার্ডিওভাসকুলার রোগ এবং ফুসফুসের রোগের চিহ্ন এটি।

সাদা নখ

যদি আপনি নখের মধ্যে সাদা দাগ দেখতে পান এবং একটি বা বেশি নখে এ বিষয়টি দেখা যায় তবে কিডনি রোগ, প্রোটিনের ঘাটতি এবং অপুষ্টির উপসর্গ হতে পারে এটি।

ছোট লাল দাগ

লাল ও বাদামি হৃদরোগের সমস্যার লক্ষণ প্রকাশ করে।

চামচের মতো নখ বা স্পুন নেইল

চামচের মতো নখ ভেতরের দিকে একটু দাবানো থাকে। এ ধরনের নখ আয়রনের ঘাটতি এবং লিভার সমস্যার চিহ্ন।

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন

কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন

জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ

জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন

  • ডেঙ্গুতে একজনের মৃত্যু
  • কোন খাবার কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে
  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বিশ্বের শক্তিশালী এমআরআই মেশিনে মস্তিষ্কের প্রথম চিত্র প্রকাশ
  • H5N1 ভাইরাস ছড়াচ্ছে, কোভিডের চাইতে 100 গুণ বেশি বিপজ্জনক
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • তরমুজ খেলে কি সত্যিই ওজন কমে?