রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে রাস্তায় জুমা আদায়

ইতালির রাজধানী রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে গতকাল শুক্রবারও রাস্তায় জুমার নামাজ আদায় করলেন মুসলিম সম্প্রদায়। গত একমাসে রোমে পাঁচটি মসজিদ বন্ধ করে দেয় সিটি করপোরেশন। গত এক মাসে চারটা মসজিদ বন্ধ হলেও পঞ্চমটা সিটি করপোরেশন বন্ধ করে দেয় গত সোমবার।
এর প্রতিবাদে গত সপ্তাহের মত শুক্রবারও রোমের সকল মসজিদ বন্ধ রেখে জনবহুল রাস্তা লারগো প্রেনেসস্তিনায় খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়।
মূলত রোমে ছোট-বড় মোট ২৫ টি মসজিদ রয়েছে, যার ১৮টি বাংলাদেশি মুসলিম কমিউনিটি পরিচালনা করে। বন্ধ হয়ে যাওয়া পাঁচটি মসজিদই পরিচালনা করত বাংলাদেশি মুসলিম সম্প্রদায়। মূলত গাড়ি রাখার গ্যারেজ ভাড়া কিংবা ক্রয় করে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় মসজিদ হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু রোম সিটি করপোরেশনের পক্ষ থেকে জানান হয় গাড়ির গ্যারেজগুলোতে নামাজ আদায় করা নিরাপদ নয়, এই অজুহাতে গত এক মাসে শহরের বিভিন্ন স্থানে পাঁচটি মসজিদ বন্ধ করে দেয়। তারই প্রতিবাদে গত শুক্রবার শহরের পিয়াচ্ছা মিরতিতে খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করেন কয়েকশ মুসল্লি।
মসজিদে রোমের ইমাম ও খতিব মাওলানা মো. মিজানুর রহমান জানান, দাবি না মানলে প্রয়োজনে সব মসজিদ বন্ধ রেখে খোলা রাস্তায় আজান দিয়ে নামাজ আদায় করা হবে।
এদিকে সিটি করপোরেশনের মসজিদবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জোবান্নি বোকুজ্জি বলেন গাড়ি রাখার গ্যারেজে অজুখানা তৈরি করা রোম সিটি করপোরেশনের ইমারত আইনে নেই। তাই গাড়ি রাখার গ্যারেজ মসজিদ হিসেবে ব্যবহার করা যাবে না।
তিনি আরো বলেন, আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে আন্দোলনকারীরা জানান, আলোচনার কথা বলে করপোরেশনের কর্মকর্তারা কালক্ষেপণ করছে এবং একের পর এক মসজিদ বন্ধ করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন