রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার খবর সত্য নয়: মিয়ানমার
রাখাইনে নির্যাতিত রোহিঙ্গাদের পালানো এবং বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার খবর সত্য নয় বলে দাবি করেছে মিয়ানমার। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট শনিবার এ দাবি করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
রয়টার্স জানায়, মিয়ানমার বলছে- রোহিঙ্গারা পালাতে বাংলাদেশে অনুপ্রবেশ করছে দেশটির সদ্য গঠিত একটি টাস্কফোর্স এ খবরের সত্যতা পায়নি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কমান্ডিং অফিসার জানিয়েছেন, শুক্রবার তাদের লোকজন ৮২ জনকে খাবার এবং ওষুধ সরবরাহ করেছেন। এদের মধ্যে বহু নারী এবং শিশু ছিল। এরা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। এদের সবাইকে সীমান্ত থেকেই ফেরত পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার ৮৬ জন লোক নিয়ে দু’টি নৌকা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদেরও ফেরত পাঠানো হয়।
শনিবার রাখাইন থেকে পালিয়ে আসা ২০০ রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে, রয়টার্সের এমন খবরকেও মিথ্যা আখ্যা দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর মিয়ানমারের তিনটি সীমান্ত পোস্টে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলায় নয় সীমান্ত পুলিশ নিহত হওয়ার পর রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত জেলাগুলোতে শুরু হয় সেনা অভিযান। এরপর সহিংসতায় ৮৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে মিয়ানমার কর্তৃপক্ষ। এছাড়া নিহতদের মধ্যে ৬৯ জনকেই ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে দাবি করছে তারা।
রাখাইনে দমন অভিযানের মুখে হাজার হাজার রোহিঙ্গা পালাতে বাংলাদেশ অভিমুখে রওনা দেয়। এমন প্রেক্ষাপটে শুক্রবার রাতেও ৭টি নৌকায় করে নারী ও শিশুসহ প্রায় ১২৫ রোহিঙ্গা টেকনাফের নাফ নদীর সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কোস্টগার্ডের বাধার মুখে পড়ে ফিরে যায়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, দমন অভিযানে পড়ে শত শত রোহিঙ্গা বাংলাদেশের উদ্দেশে পাড়ি জমায় বলে সেখানকার বাসিন্দারাও তা স্বীকার করেছে। । এর আগে ২০১২ সালে রাখাইনে বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যে ভয়াবহ দাঙ্গার পরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার চেষ্টা করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন