র্যাবের ভুয়া মেজর ও ম্যাজিস্ট্রেটসহ আটক ৬
নাটোরে র্যাবের ভুয়া মেজর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত পরিচয়দানকারী ছয় সদস্যকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় র্যাবের ইউনিফর্ম, পরিচয়পত্র, ১০ বোতল ফেনসিডিল ও ১২ পিস ইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
র্যাব-৫ বাগমারা ক্যাম্পের এএসপি সোহেল রেজা জানান, বেশ কিছু দিন ধরে আটককৃতরা র্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা বৃহস্পতিবার বিকেলে সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে র্যাবের ইউনিফর্ম, পরিচয়পত্র, ১০ বোতল ফেনসিডিল ও ১২ পিস ইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো- সিরাজগঞ্জের কাজিপুরের ঘুবকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে মাহবুব আলম ওরফে মাসুম, রায়গঞ্জের চান্দ্রাইকোনা গ্রামের সূর্যকান্ত দাসের ছেলে সমির দাস (৪৮), এই গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম ও তার সহোদর জাকির হোসেন, একই উপজেলার কোতলা দিঘর গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৩৮) এবং মুজিবুর গ্রামের মৃত পন্নাত কুমারের ছেলে পবিত্র কুমার (২৫)।
আটককৃতদের নাটোর প্রেস ক্লাবে হাজির করার পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন