লক্ষ্মীপুরে দুই বোনকে ধর্ষণের প্রতিবাদে যুবলীগের মানববন্ধন

লক্ষ্মীপুরে কমলনগরে দুই কিশোরী বোনকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগ। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী শহরের তমিজ মার্কেটসংলগ্ন যুবলীগের দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপু, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পী, সদর (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজান পাটোয়ারী ও সাবেক জেলা ছাত্রলীগ সিনিয়র সহসভাপতি মোফাচ্ছেল হোসেন চুন্নু প্রমুখ। মানববন্ধনে বক্তারা দুই কিশোরী বোনকে সংঘবদ্ধ ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মসূচি দেখে একটি মহল ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত। এসব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের পাশে একটি পরিত্যক্ত বাড়িতে দুই বোন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার আট দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন

মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন

অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন