লঙ্কানদের নিয়ে কোচিং সেটআপ করতে যাচ্ছে বিসিবি
দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কোচিং সেটআপে আধিপত্য করে আসছে লঙ্কানরা। দলের বোলিং কোচ হিথ স্ট্রিক ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল ব্যতীত বাকি সব কোচিং স্টাফরা শ্রীলঙ্কান।
বাংলাদেশ দলের সাথে হিথ স্ট্রিক থাকছেন না এটা পুরনো খবর। ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেলের চুক্তিও আগামী জুন মাসে শেষ হয়ে যাচ্ছে। এই দুজনের স্থলাভিষিক্ত যারা হবেন সেই তালিকাতেও আছে লঙ্কানদের নাম।
পেস বোলিং কোচ স্ট্রিকের পরিবর্তে বিসিবির তালিকায় আছেন – শ্রীলঙ্কার চামিন্দা ভাস, চম্পকা রমানায়েকে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী পেস বোলার কার্টলি অ্যামব্রোস, পাকিস্তানের আকিব জাভেদ ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ। এছাড়া বাংলাদেশের সাবেক বোলিং কোচ শেন জার্গেইনসনের নামও আছে এই তালিকায়। তবে দুই লঙ্কান লঙ্কান চামিন্দা ভাস এবং চম্পকা রানায়েকই এগিয়ে আছে তাদের মধ্যে।
জুন মাসের পর হ্যালসেল যদি বিসিবির সাথে চুক্তি নবায়ন না করেন সেই ক্ষেত্রে তার স্থলাভিষিক্ত হিসেবে শোনা যাচ্ছে শ্রীলঙ্কার উপুল চন্দনার নাম।
এছারা বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে, স্পিন বোলিং কোচ রুয়ান কালপাগে, স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ মারিও বিল্লাভারায়ন এরা সবাই শ্রীলঙ্কার। পেস বোলিং কোচ যদি চামিন্দা ভাস অথবা চম্পকা রমানায়েক হন আর ফিল্ডিং কোচের দায়িত্ব যদি উপুল চন্দনা নেন তাহলে মাশরাফিদের পুরো কোচিং স্টাফে থাকবেন শ্রীলঙ্কানরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন