লন্ডনে চোখের চিকিৎসক দেখালেন প্রধানমন্ত্রী
ছয় দিনের ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চোখের চিকিৎসক দেখিয়েছেন। এ নিয়ে সফরের প্রথম দুই দিনে তিনি দুই দফা চোখের চিকিৎসকের কাছে গেলেন তিনি। বাকি সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে হোটেল কক্ষেই কাটান।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার সন্ধ্যায় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে সঙ্গে নিয়ে চোখের চিকিৎসকের কাছে যান। এর পর আজ শনিবার সকালেও চিকিৎসকের কাছে যান তিনি। মায়ের লন্ডন সফর উপলক্ষে একদিন আগেই কানাডা থেকে লন্ডনে এসেছেন সায়মা ওয়াজেদ পুতুল।
শেখ হাসিনা গতকাল স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে লন্ডনে পৌঁছান। পশ্চিম লন্ডনের হিলটন পার্ক লেইন হোটেলে উঠেছেন তিনি। চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া বাকি সময় স্বজনদের সঙ্গে হোটেল কক্ষে কাটিয়েছেন তিনি। ছোট বোন শেখ রেহানা, ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এবং পরিবারের অন্য সদস্যরা হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির প্রথম আলোকে বলেন, আগামীকাল রোববার বিকেলে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া আগামী মঙ্গলবার হাউস অব কমন্সে টিউলিপ সিদ্দিকের বক্তৃতা শুনতে ব্রিটিশ পার্লামেন্টেও যেতে পারেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুমির আতঙ্কে গড়াই নদীর তীরে রাখা হচ্ছে ছাগল-হাঁস
কুষ্টিয়ার গড়াই নদীতে একাধিক কুমিরের “অস্তিত্ব মিলেছে”। ফলে আতঙ্কে নদীতেবিস্তারিত পড়ুন
বিটকয়েনের দাম ১ লাখ ডলার ছাড়িয়েছে
ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম ১,০০,০০০ ডলার ছাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা: মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তাদের মুখেই চুনকালি পড়বে
বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রবিস্তারিত পড়ুন