লন্ডনে চোখের ডাক্তার দেখালেন খালেদা জিয়া!
লন্ডনে বিশেষজ্ঞ ডাক্তারকে চোখ দেখিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার তিনি পুত্রবধূ ডা. জোবায়দা রহমানকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তার প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়েছেন। তবে ঢাকায় বিএনপি নেত্রী যে ডাক্তারকে চোখ দেখিয়েছেন তার দেওয়া ব্যবস্থাপত্র দেখতে চেয়েছেন লন্ডনের ডাক্তার।
পরে আবারও চিকিৎকের পরামর্শ নেবেন খালেদা জিয়া। এদিকে ঢাকার ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার এবং তার স্ত্রী কানিজ আলমাস লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন।
চোখের চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন বিএনপি নেত্রী। ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে খালেদার এটি দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে বড় ছেলে তারেক রহমানকে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি।
লন্ডনে চিকিৎসার পাশপাশি দুই ছেলের পরিবারের সঙ্গে ঈদ ঈদযাপন করেন বিএনপি প্রধান। দীর্ঘ ৮ বছর পর তিনি পরিবারের সঙ্গে ঈদ করছেন।
১/১১ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকেও গ্রেফতার করা হয়। পরে প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য স্বপরিবারে লন্ডনে যান তারেক। সেখানে গত আট বছর ধরে অবস্থান করছেন তিনি।
আর ছোট ছেলে আরাফাত রহমান কোকোও ওই সময়ে প্যারোলে মুক্তি পেয়ে থাইল্যান্ড যান। পরে তার স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে নিয়ে মালেয়শিয়ায় যান। সেখানে গত ২৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি। রাজধানীর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
যে কারনে যুক্তরাজ্য বিএনপির সম্মেলন স্থগিত
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে মাত্র এক সপ্তাহের নোটিশে যুক্তরাজ্য বিএনপিরবিস্তারিত পড়ুন
ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাড়ছে চাপ !
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত বিভিন্ন দেশে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফিরিয়েবিস্তারিত পড়ুন
বাংলাদেশ থেকে তিন হাজার শ্রমিক নেবে সৌদি আরব
চলতি বছরের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পেশার প্রায় ৩ হাজারবিস্তারিত পড়ুন