বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

লাকী আখান্দের সেরা পাঁচ

স্বাধীনতার পরপরই বাংলা গানে আধুনিকতার ছোঁয়া প্রথম যে সুরকারের হাত ধরে আসে, তিনি লাকী আখান্দ। আজ, ৭ জুন শিল্পীর ৬১ তম জন্মদিনে তারই চিরসবুজ গান দিয়ে শ্রদ্ধাঞ্জলি ।

দেশী গানে হারমোনিয়াম-তবলা-বাঁশির সঙ্গে পিয়ানো, কিবোর্ড, ড্রামসের মত পশ্চিমের অনুষঙ্গ এসেছিল আগেই; কিন্তু লাকী দেখালেন গানের মধ্যে হামিং, শেকার কিংবা কাঁচের গ্লাসে চামচের টুংটাঙের মতো নিতান্ত সাধারণ আওয়াজও কী দারুণ ভিন্ন মাত্রা যোগ করতে পারে! পাশ্চাত্যের অনুকরণ নয়, পূর্বের সুরের সঙ্গেই পশ্চিমা ধারার সংমিশ্রণ ঘটিয়ে সহজ-সরল কিন্তু মনে রাখার মতো মেলোডির গান কিভাবে করা যায়, সেটাও তরুণ প্রজন্মকে প্রথম শেখান লাকী আখান্দ।

ক্ষণজন্মা এই শিল্পী, মুক্তিযোদ্ধা কিছুদিন আগেই ফুসফুসের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে হেরে চিরতরে বিদায় নেন। তবে বেঁচে থাকলে ৭ জুন তাকে ঘিরে রচনা হতো তার ৬১ তম জন্মোৎসব। লাকী আখান্দের প্রতি শ্রদ্ধা জানাতে তার সেরা পাঁচ গান নিয়ে এই আয়োজন।

১. আবার এলো যে সন্ধ্যা

আধুনিক বাংলা গানের চিরসবুজ গানের একটি হলো হ্যাপি আখান্দের কন্ঠে ও সংগীতায়োজনের এই গানটি। এস এম হেদায়েতের কথায় গানটিতে সুর দিয়েছিলেন লাকী আখান্দ। সুবর্ণা মোস্তফা এবং রাইসুল ইসলাম আসাদ অভিনীত ১৯৮৮ সালের ‘ঘুড্ডি’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল গানটি।

২. যেখানে সীমান্ত তোমার

লাকী আখান্দের সুরে তৈরি এই গানটি কুমার বিশ্বজিতের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল- এমনটি মনে করেন শিল্পী নিজেই। তবে প্রথমে গানটি লাকী আখান্দ নিজেই গেয়েছিলেন। পরে কুমার বিশ্বজিতের কণ্ঠে ভিন্ন সংগীতায়োজনে গানটি আরও জনপ্রিয় হয় ১৯৭৭ সালে।

৩. আমায় ডেকো না, ফেরানো যাবে না

লাকী আখান্দের নিজের কণ্ঠে গাওয়া এই গানটিকেও তার কেরিয়ারের অন্যতম সেরা গান হিসেবে ধরা হয়। ১৯৯৯ সালের ‘আমায় ডেকোনা’ অ্যালবামের গান এটি।

৪. কবিতা পড়ার প্রহর এসেছে

‘যেখানে সীমান্ত আমার’ যেমন করে কুমার বিশ্বজিতের কেরিয়ার গড়ে দিয়েছিল, একইভাবে ‘কবিতা পড়ার প্রহর এসেছে’ গানটি দিয়ে খ্যাতির শীর্ষে উঠে যান সামিনা চৌধুরী। ১৯৯৮ সালে দীর্ঘ বিরতির পর লাকী আখান্দ ‘বিতৃষ্ণা জীবনে আমার’ অ্যালবাম দিয়ে সংগীতে আবারও ফিরে আসেন।

৫. আজ এই বৃষ্টির কান্না দেখে

কাওসার আহমেদ চৌধুরীর কথায় গজল ও ক্ল্যাসিক্যাল সুরের উপর তৈরি করা ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়’ গানটি গেয়েছিলেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী। এই গানটি দিয়ে লাকী প্রমাণ করেছিলেন দেশীয় সুরের গানেও কম যান না তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত