লাখ ছাড়িয়ে শুভ-তিশার আয়না বলনা এগিয়ে যাচ্ছে…
অস্তিত্ব সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। গত ৭ জানুয়ারি এই সিনেমার ‘আয়না বলনা’ শিরোনামের রোমান্টিক ঘরানার গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর গানটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা। আজ বৃহস্পতিবার পর্যন্ত গানটি দেখা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৮৩৪ বার।
‘আয়না বলনা’ শিরোনামের এ গানটি লিখেছেন জাহিদ আকবর ও আরিজন কামাল। এতে কণ্ঠ দিয়েছেন নন্দিতা ও তাহসিন। সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটির নৃত্য পরিচালনা করেছেন আরিফ রোহান। রোমান্টিক ধাঁচের এই গানটিতে বেশ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছে শুভ-তিশাকে।
অনন্য মামুন পরিচালিত এ সিনেমার শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এ কাজ শেষেই ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে ছবিটি।
শুভ-তিশা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নিঝুম রুবিনা, সূচরিতা, সুজাতা, আজিম, কাবিলা প্রমুখ। ছবিটির গল্প লিখেছেন কার্লোস সালেহ। চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি। গত বছর সেপ্টেম্বরে শুরু হয় অস্তিত্ব সিনেমার শুটিং।
আগামী ফেব্রুয়ারিতে ‘অস্তিত্ব’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন