লেডি গাগা যখন হোটেল কর্মচারি

বিশ্বখ্যাত মার্কিন পপশিল্পী লেডি গাগাকে দেখা গেল হোটেল কর্মচারির বেশে।শুক্রবার লস এঞ্জেলসে ‘স্টারবাক’কফি হাউজে তাকে কর্মচারির বেশে কফি বিতরণ করতে দেখা যায়।খবর ডেইলি মেইল।
নিজের দাতব্য সংস্থার তহবিল সংগ্রহের জন্য লেডি গাগা এ বেশ ধারণ করেন।এর আগেও নানা ধরনের সামাজিক-দাতব্য কাজে সহযোগিতার জন্য তাকে বিভিন্ন বেশে দেখা যায়।
এবার তিনি তার ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’এর জন্য তহবিল সংগ্রহে মাঠে নামেন। তার এ ফাউন্ডেশন মূলত যুবকদের ক্ষমতায়নে কাজ করে।
এমন একটি কফি হাউজে এসে গাগার এমন কফি বিতরণের দৃশ্য দেখে তার ভক্তরা রীতিমতো বিস্মিতই হয়েছেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, লেডি গাগা স্টারবাকে ভক্তদের তার গান শোনার সুযোগ করে দিচ্ছেন। একই সঙ্গে তার হাতে রংধনু বর্ণের কোমল পানীয়র বোতল।পরণে হলুদ রংয়ের লম্বা ড্রেস যেখানে ফুলের ছবি প্রিন্ট করা। তবে নিজের পোশাকের উপরে স্টারবাকের নির্বারিত সবুজ রংয়ের পোশাক (এপ্রোন)পরেন তিনি।
কফি জায়ান্ট স্টারবাকের সঙ্গে লেডি গাগার এক চুক্তির প্রেক্ষিতে গত সোমবার থেকে তার ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছে।
এ উদ্দেশ্যে গ্রাহকদের বিশেষ ধরনের ৪ প্রকার কোমল পানীয় সরবরাহ করা হচ্ছে।
প্রতি কাপ পানীয় থেকে যে আয় হবে তা লেডি গাগার ফাউন্ডেশনে যাবে বলে স্টারবাক কর্তৃপক্ষ জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন