লোকেশ রাহুল ছিটকে গেলেন বাংলাদেশ সফর থেকে
অসুস্থতার কারণে বাংলাদেশ সফরের ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছেন লোকেশ রাহুল। জ্বরের কারণে এই ব্যাটসম্যানের দল থেকে ছিটকে যাওয়াটা নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পাদক অনুরাগ ঠাকুর। আগামী ১০ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
ফতুল্লা টেস্টের দলে থাকা ১৫ জনের কলকাতায় ‘রিপোর্টিং’ ছিল শনিবার। জ্বর নিয়েই এসেছিলেন রাহুল। বিসিসিআইয়ের চিকিৎসকরা তার অবস্থা দেখে বাংলাদেশ সফরে আসার অনুমতি দেননি। ধারণা করা হচ্ছে, ডেঙ্গু জ্বরে ভুগছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। রাহুলের বদলে অন্য কাউকে আর দলে নেওয়া হচ্ছে না। ফলে সেরা একাদশে ফেরার সুযোগ পেতে পারেন শিখর ধাওয়ান। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে খেলা এই মারকুটে ব্যাটসম্যান সিডনি টেস্টের ভারত দল থেকে বাদ পড়েছিলেন।
তবে এর পরে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড বিশ্বকাপে অবশ্য ব্যাট হাতে আলো ছড়ান ধাওয়ান। ৫১.৫০ গড়ে ৪১২ রান করেছিলেন দিল্লির এই ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে মেলবোর্ন টেস্টে অভিষেকটা বাজে হয়েছিল রাহুলের; দুই ইনিংসে করেন যথাক্রমে ৩ ও ১ রান। তবে সিডনি টেস্টে শতক করে দারুণভাবে ফিরে আসেন তিনি। অস্ট্রেলিয়া থেকে ফিরে ভারতের রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে ৯৩.১১ গড়ে রাহুল করেন ৮৩৮ রান, যার মধ্যে আছে একটি ত্রিশতক।
একটি টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে পৌঁছাবে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন