লড়াই করেই হারলো আফগানিস্তান

নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও, লড়াইটা দারুণ করেছে আফগানিস্তান দল। প্রোটিয়াদের দেওয়া ২১০ রানের বড় লক্ষ্য জয় করতে নেমে শেষপর্যন্ত ১৭২ রান তুলতে সমর্থ হয় এশিয়ার ‘ছোট’ দলটি। হার আসে ৩৭ রানের।
রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২১০ রানের লক্ষ্য জয় করতে নেমে মোহাম্মদ শেহজাদের ঝড়ো ইনিংসে ভর করে প্রথম ১০ ওভারেই ১০৩ রান সংগ্রহ করে আফগানিস্তান দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের দ্বিতীয় ম্যাচ এটি।
পরের ১০ ওভারে ধীরে ধীরে খেয় হারাতে থাকে দলটি। প্রোটিয়া বোলার ক্রিস মোরিসের তোপেই আটকে যায় মোহাম্মদ নবীদের রানের গতি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তুলতেই গুটিয়ে যায় দলটি।
আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ শেহজাদ ১৯ বলে ঝড় ৪৪ রানের ইনিংস খেলেন। এছাড়া গুলবাদিন নাইব ১৮ বলে ২৬ রান নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিস মোরিস একাই নিয়েছেন চারটি উইকেট।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো ৬৪ রানের ইনিংস ও কুইন্টন ডি ককের ৪৫ রানের ইনিংসে ভর করে ২০৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দিয়ে বিশ্বকাপে পরপর দুই ম্যাচে দলীয় ২০০ রান পার করে রেকর্ড গড়ে ফাফ ডু প্লেসিসের দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন