শখ কি রেডিও জকি হলেন?
কিছুদিন আগে একটি বেসরকারি রেডিওতে জনপ্রিয় তারকা দম্পতি নিলয় ও শখ তাঁদের ভালোবাসার গল্প শুনিয়েছেন। রেডিওতে সেই অনুষ্ঠানের ছবিও ফেসবুকে পোস্ট করেছিলেন শখ। আর এই ছবি দেখে অনেক ভক্ত ভেবেছেন, শখ বুঝি রেডিও জকি হয়ে যাচ্ছেন। কিন্তু শখ আরজে হননি, শুধু একটি শোতে অংশগ্রহণ করতেই রেডিওতে হাজির হয়েছিলেন। তবে এবার এক নাটকে আরজের চরিত্রেই অভিনয় করছেন শখ।
শখ জানান, সম্প্রতি একটি নাটকের গল্পের প্রয়োজনে তাঁকে আরজে হতে হয়েছে। নাটকের নাম ‘হ্যালো আরজে’। সাব্বির চৌধুরীর গল্প অবলম্বনে নাটকটি লিখেছেন তানিন রহমান। এটি পরিচালনা করছেন হিমেল আশরাফ।
নাটকটিতে জনপ্রিয় মডেল ও অভিনেতা নোবেলের বিপরীতে অভিনয় করছেন শখ। রাজধানীর মহাখালীর বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হচ্ছে। গতকাল শুক্রবার শুটিং শুরু হয়েছে। নাটকটিতে নোবেল ও শখ ছাড়া আরো অভিনয় করেছেন আনন্দ খালেদ।
নোবেল জানান, শখের সঙ্গে তিনি দ্বিতীয়বারের মতো কোনো নাটকে অভিনয় করছেন। শখের অভিনয় ও বিজ্ঞাপনের প্রশংসাও করেন নোবেল।
অন্যদিকে নাটকটি প্রসঙ্গে আনন্দ খালেদ বলেন, ‘শখ নাটকে দেশের খুব জনপ্রিয় একজন আরজে। তাঁর শো সব সময় হিট। আমি এখানে শখের বস চরিত্রে অভিনয় করছি। আর নোবেল ভাই শখের হিরো। খুব চমৎকার গল্প। শুটিং ভালোভাবে চলছে। আশা করছি, নাটকটি সবার মনে দাগ কাটবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন